Advertisment

২০ দলের হবে এবার বিশ্বকাপ! বড়সড় চমক দিতে চলেছে আইসিসি

চলতি বছরেই টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজন করা হচ্ছে। তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পরে বিশ্বকাপ আয়োজনও সঙ্কটের মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সবকিছু ঠিকঠাক থাকলে টি২০ বিশ্বকাপ হতে চলেছে ২০ দলের। এমনই পরিকল্পনা রয়েছে আইসিসির। তবে চলতি বছর নয়। পরের ২০২৪-এর টি২০ বিশ্বকাপে বড়সড় আঙ্গিকে কুড়ি কুড়ি বিশ্বকাপ আয়োজন করতে চাইছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisment

চলতি বছরেই টি২০ বিশ্বকাপ ভারতে আয়োজিত হতে চলেছে। আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পরে কুড়ি কুড়ি বিশ্বকাপ ভারতে আয়োজন নিয়ে সংশয় রয়েছে রীতিমত। তবে এখনো টুর্নামেন্টের ভেন্যু বদলানো নিয়ে কোনও কিছু কনফার্ম করেনি বিসিসিআই। জানা গিয়েছে, একান্তই অতিমারীর কারণে দেশে বিশ্বকাপ আয়োজন সঙ্কটে পড়লে বিকল্প ভেন্যু হিসাবে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে কোনো কিছুই এখন চূড়ান্ত নয়। বোর্ডের তরফে আপাতত 'ওয়েট এন্ড ওয়াচ' নীতি নেওয়া হয়েছে।

আরো পড়ুন: পৃথ্বী শ-কে আটকে রাখল পুলিশ! নিয়ম ভাঙতেই চরম বিপাকে তারকা

আসন্ন বিশ্বকাপের টালবাহানার মধ্যেই আইসিসির বড়সড় পরিকল্পনা সামনে এল। ইএসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-এ ষোলো থেকে আরো চারটি দল বাড়িয়ে টুর্নামেন্ট সম্প্রসারিত করা হবে। এমন খবর সামনে আসার পরই জল্পনা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি ৫০ ওভারের বিশ্বকাপেও দল বাড়ানো হবে পরেরবার!

২০১৯ সাল থেকেই দলের সংখ্যা কমিয়ে ১০ দলের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেই সময়ে বলা হয়েছিল, সম্প্রচারকারী সংস্থা দল কমিয়ে টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতামূলক করার বিষয়েই পক্ষপাতী। তবে হঠাৎ জানা গিয়েছে পরবর্তী সংস্করণে ১৪ দলের বিশ্বকাপ ফরম্যাট খেলানো হতে পারে।

সবমিলিয়ে, আইসিসি সরকারিভাবে কবে এই পরিকল্পনা স্বীকার করে নেয়, সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket ICC ICC Cricket World Cup
Advertisment