রবিবার ভারতকে পর্যুদস্ত করেছে পাকিস্তান। বাইশ গজের মহারণ খতম হয়ে গেলেও মাঠের বাইরের উত্তাপ অব্যাহত। এবার দুই দেশের ক্রিকেট যুদ্ধে সরাসরি ঝামেলায় জড়িয়ে পড়লেন হরভজন সিং এবং মহম্মদ আমের। সোমবারই পাকিস্তানের প্রাক্তন তারকা মহম্মদ আমের ব্যঙ্গ করে টুইটারে লিখে দেন, "হরভজন পাজি নিজের টিভিটাই ভেঙে ফেলেনি তো!"
এর আগে ভারত-পাক ম্যাচের পরেই ভারতীয় সমর্থকদের বাঁধাধরা ঠাট্টা তামাশার বিষয় ছিল, পাক সমর্থকরা কতজন বাড়ির টিভি ভেঙেছেন। সেই ট্র্যাডিশন এবার পাল্টে যেতেই আসরে নামেন আমের। তবে যুদ্ধে বিনা লড়াইয়ে পাক প্রতিদ্বন্দ্বীকে জমি ছাড়েননি হরভজন। সরাসরি পাল্টা টুইটে লেখেন, "এই ছক্কা তোমার বাড়ির টিভিতে গিয়ে পড়েনি তো! দিনের শেষে এটা একটা খেলাই।" সেই টুইটের সঙ্গে ভাজ্জি পুরোনো ম্যাচের একটি ক্লিপ জুড়ে দেন। যে ভিডিওয় দেখা যাচ্ছে আমেরের বলে বিশাল ছক্কা হাকাচ্ছেন হরভজন।
তবে ঝামেলার এখানেই ইতি ঘটেনি। আমের এরপরে পাল্টা টুইটে নতুন ভিডিও হাজির করেন। যেখানে দেখা যাচ্ছে হরভজনের চার বলে চার ছক্কা হাকাচ্ছেন শাহিদ আফ্রিদি। উত্তাপ ছড়িয়ে এরপরে হরভজন ২০১০-এ লর্ডসের কুখ্যাত নো বলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি হাজির করে দেন।
আরও পড়ুন ‘হিন্দুদের মাঝে নমাজে’ বাহবা রিজওয়ানকে! ওয়াকারকে পাল্টা ছিন্নভিন্ন করলেন হর্ষ ভোগলেও
অতীত কেলেঙ্কারি হাজির হতে আমেরের যুক্তি, "আমার পুরনো ঘটনা স্মরণ করিয়ে দেওয়ায় এটা বদলানো যাবে না যে ভারত রবিবার হেরেছে। তোমার অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলার রয়েছে বন্ধু? এখন বাড়িতে বসে পাকিস্তানকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দেখতে থাকো। ওয়াকওভার তো মেলেনি। এখন পার্কে একটু ঘুরে এসো, ভাল লাগবে!"
টুইট যুদ্ধে শেষ হাসি হাসেন হরভজনই। আমেরের বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জেতানোর সেই ভিডিও পুনরায় পোস্ট করে ভাজ্জি শেষ টুইটে লিখে দেন, "ফিক্সার কো সিকসার। চলো চুপ করে যাও।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন