Advertisment

পাকিস্তানের অলিতে গলিতে চক্রবর্তীর মত বোলার! কেকেআর স্পিনারকে ভয়ঙ্কর অসম্মান পাক তারকার

বরুণ চক্রবর্তীকে বেনজিরভাবে কার্যত অসম্মান করে বসলেন পাকিস্তানের প্রাক্তন তারকা সালমান বাট। তারকা স্পিনারের মান নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
KKR একাদশে সাত দেশির কোটায় কারা দলে, কারা বাইরে! হিসাব দেখে মিলিয়ে নিন

বরুণ চক্রবর্তীকে ভারতের স্পিন বিভাগের এক্স ফ্যাক্টর ধরা হচ্ছে। রবিচন্দ্রন অশ্বিনেরও দলে জায়গা পাওয়ার বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে কেকেআর স্পিনারকে। তবে পাকিস্তানের প্রাক্তন তারকা সালমান বাট জানিয়ে দিলেন, বাবর আজমের দলের কাছে বরুণ চক্রবর্তী মোটেই সারপ্রাইজ ছিলেন না।

Advertisment

বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ের সামনে রবিবার কার্যত কল্কে পায়নি বরুণের মিস্ট্রি বোলিং। বল হাতে কেকেআরের স্পিনার চূড়ান্ত ব্যর্থ হওয়ার দিনে পাকিস্তানকে ১০ উইকেটে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন দুই পাক ওপেনার। তারপরই কেকেআরের রহস্য স্পিনারকে ঠুকে সালমান বাট জানিয়ে দিলেন, পাকিস্তানের অলিতে গলিতে বরুণ চক্রবর্তীর মত বোলাররা রয়েছে।

আরও পড়ুন: ভারতের মুসলিমরাও পাকিস্তানের পাশে! ঐতিহাসিক জয়ে লাগামছাড়া বিতর্কিত মন্তব্য পাক মন্ত্রীর

পাক দলের অভাবনীয় জয়ের পরে নিজের ইউটিউব চ্যানেলে সালমান বাট বলেছেন, "বরুণ চক্রবর্তী রহস্য বোলার হতে পারে। তবে আমাদের কাছে ও মোটেই রহস্য নয়। পাকিস্তানে বাচ্চারা টেপ বলে খেলে অভ্যস্ত। স্ট্রিট ক্রিকেটে পাকিস্তানের বাচ্চারা হামেশাই এমন বোলিং খেলে। যেখানে বোলাররা আঙুলের কারিকুরিতে ভ্যারিয়েশন আনার চেষ্টা করে।"

জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপের প্ৰথম ম্যাচে বরুণ চক্রবর্তী বল হাতে শোচনীয় ব্যর্থ হয়েছেন। লো স্কোরিং ম্যাচে ৩৩ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি। অশ্বিনের বদলে দলে জায়গা দেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে। তবে অধিনায়কের আস্থার মর্যাদা দিতে ব্যর্থ তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের কাছে টাকা নিয়েছেন শামি! ভারত হারতেই বিস্ফোরক নিশানায় তারকা

সালমান বাট ভারতের উদীয়মান স্পিনারের সঙ্গে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসেরও তুলনা এনেছেন। "কেরিয়ারের শুরুতে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসও নিজের রহস্য বোলিংয়ে অনেক ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে ওঁর রেকর্ড মোটেই ভাল নয়। কিছুদিন পরে ভারতের বিরুদ্ধেও শ্রীলঙ্কা ওঁকে খেলাত না। আমরা রহস্য বোলিংয়ে আসলে কোনও রহস্যই পাই না। কারণ এরকম বোলিং খেলেই আমরা পাকিস্তানে বেড়ে উঠি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket
Advertisment