পাকিস্তান জিততেই দেশের একাংশে অকাল দিওয়ালি শুরু হয়ে গিয়েছে। ভারতের হার নিশ্চিত হওয়ার সঙ্গেই বাজি ফাটানোর যেন ধুম লেগেছে! এতেই সরাসরি ক্ষিপ্ত হয়ে সরকারের বাজিতে নিষেধাজ্ঞা নীতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরেন্দ্র শেওয়াগ। জানালেন, দিওয়ালিতে বাজি ফাটানো নিষিদ্ধ। তাহলে পাকিস্তানের জয় সেলিব্রেট করার জন্য অবাধে এরকম বাজি পোড়ানো হচ্ছে কেন!
বিস্ফোরক টুইটে শেওয়াগ লিখে দেন, "দিওয়ালিতে বাজি ফাটানো নিষিদ্ধ। তবে গতকাল ভারতের বেশ কিছু অংশে পাকিস্তানের জয় সেলিব্রেট করা হচ্ছে। আচ্ছা, হয়ত ওঁরা ক্রিকেটের জয় উদযাপন করছে। তাহলে দিওয়ালিতে বাজি পোড়ানোয় কী এমন ক্ষতি হত! এত হিপোক্রিসি কেন। যত জ্ঞান তখনই মাথায় ভিড় করে!"
আরও পড়ুন: ভারতের মুসলিমরাও পাকিস্তানের পাশে! ঐতিহাসিক জয়ে লাগামছাড়া বিতর্কিত মন্তব্য পাক মন্ত্রীর
বিশ্বকাপে ১৩ বারের প্রচেষ্টায় অবশেষে ভারতকে হারিয়েছে পাকিস্তান। দুবাইয়ের স্টেডিয়ামে ১০ উইকেটে ঐতিহাসিক জয় সম্পন্ন করেছে পাক দল। তারপরেই অকাল বাজির ব্যবহার ক্ষুব্ধ করেছে গৌতম গম্ভীরকেও। শেওয়াগের সুরে সুর মিলিয়ে গম্ভীর জানিয়েছেন, যাঁরা ভারতের হারে উদযাপন করছেন, তাঁরা মোটেই ভারতীয় নন।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে টাকা নিয়েছেন শামি! ভারত হারতেই বিস্ফোরক নিশানায় তারকা
গম্ভীরের সরাসরি টুইট, "যারা পাকিস্তানের জয় সেলিব্রেট করছে, তারা মোটেই ভারতীয় হতে পারে না। আমরা টিম ইন্ডিয়ার পাশেই দাঁড়াচ্ছি। লজ্জাজনক!"
বায়ু দূষণের জন্য দিল্লি দূষণ নিয়ন্ত্রণ সংস্থা জানুয়ারির ১, ২০২২ পর্যন্ত বাজি কেনা-বেচায় নিষেধাজ্ঞা জারি করেছে। নভেম্বরের ৪ তারিখে দিওয়ালি। সেই সময়ে বাজি ছাড়াই দিওয়ালি পালন করতে হবে রাজধানীর বাসিন্দাদের। এছাড়াও সেই অর্ডারে বলা হয়েছে, দিওয়ালি উদযাপন করার সময় বেশি সংখ্যক মানুষের উপস্থিতি করোনা সংক্রমণ ত্বরান্বিত করতে পারে। এই 'জ্ঞান' নিয়েই প্রশ্ন তুলছেন শেওয়াগ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন