Advertisment

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজরকাড়া বোলিং কোহলির! অলরাউন্ডার হিসাবেই বিশ্বকাপে, দেখুন ভিডিও

ভারতের স্পিন জালে জড়িয়ে অস্ট্রেলিয়া স্কোরবোর্ডে ১৫২-র বেশি তুলতে পারেনি। বল হাতে নজর কাড়লেন কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্ট্যান্ড ইন ক্যাপ্টেন হয়েছেন রোহিত শর্মা। টসের সময়েই রোহিত জানিয়েছিলেন, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব অথবা তাঁকে বল করতে দেখা যেতে পারে ষষ্ঠ বোলিং অপশন হিসাবে। যেহেতু হার্দিক পান্ডিয়া এখনও পুরোপুরি বল করতে পারছেন না। আপাত দৃষ্টিতে ঠাট্টা মনে হলেও, মাঠে সকলকে আশ্চর্য করেই বিরাটের হাতে বল তুলে দিলেন রোহিত শর্মা।

Advertisment

মিডিয়াম পেসার কোহলি নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান খরচ করেন। সেই সময় অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট করেছিলেন স্টিভ স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল। ১১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলার পরে অজি ইনিংস গড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন ম্যাক্সওয়েল এবং স্মিথ।

আরও পড়ুন: ভারত কী করে বিশ্বকাপে ফেভারিট! কড়া মন্তব্যে কোহলিদের চরম অপমান ভনের

যাইহোক, প্ৰথম ওভারে মাত্র ৪ রান খরচ করলেও কোহলি দ্বিতীয় ওভারে ৮ রান বিলিয়ে দিলেন। সবমিলিয়ে দু ওভার হাত ঘুরিয়ে কোহলি ১২ রান খরচ করলেন।

প্রস্তুতি ম্যাচে কোহলিকে বল করতে দেখে ক্রিকেট মহল কিন্তু বেশ আশাবাদী। বলা হচ্ছে, হার্দিক পান্ডিয়া বাদে সেই অর্থে কোনও পেসার অলরাউন্ডার না থাকার কাজ পূরণ করতে পারেন কোহলি। দু-এক ওভার অনায়াসে হাত ঘুরিয়ে দলকে স্বস্তি দিতে পারেন তিনি। তবে প্রস্তুতি ম্যাচেও হার্দিক বল না করায় অন্য আশঙ্কাও তীব্র হয়েছে। কোহলিকে যদি ব্যাটের পাশাপশি বল করতে হয় সেক্ষেত্রে অতিরিক্ত চাপ নিয়ে খেলতে হবে তাঁকে। এই নিয়েই সংশয়ে ক্রিকেট মহল।

আরও পড়ুন: সৌরভকে রাগিয়ে চরম শিক্ষা দেন শেওয়াগ! তারকার জন্মদিনে ফাঁস করলেন মহারাজ স্বয়ং

যাইহোক, টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৫২/৫ এর বেশি তুলতে পারেনি। স্টিভ স্মিথ (৪৮ বলে ৫৭), গ্লেন ম্যাক্সওয়েল (২৮ বলে ৩৭) এবং মার্কাস স্টোয়িনিস (২৫ বলে ৪১) বাদে কোনও অজি ব্যাটসম্যান খাপ খুলতে পারেননি।

ভারতীয় বোলারদের মধ্যে নজর কাড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ২ ওভারে ৮ রান খরচ করে আউট করলেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Indian Cricket Team Virat Kohli
Advertisment