Advertisment

বিশ্বকাপের ড্রেস রিহার্সালে আজ ভারত বনাম অস্ট্রেলিয়া! টানটান ম্যাচ কখন, কোন চ্যানেলে দেখবেন

বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারত খেলতে নামছে অজিদের বিরুদ্ধে। দুই দলই সুপার ১২ রাউন্ডে খেলবে। তার আগে মুখোমুখি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ব্যাটিং অর্ডার চূড়ান্ত করার লক্ষ্যে ভারত বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে নামছে। রবিবার টুর্নামেন্টের ভারত প্রথম ম্যাচে নামছে পাকিস্তানের বিরুদ্ধে। আসন্ন টি২০ বিশ্বকাপই কুড়ি কুড়ি অধিনায়ক হিসেবে কোহলির শেষ টুর্নামেন্ট। সরে দাঁড়াবেন কোচ রবি শাস্ত্রীও।

Advertisment

ইংল্যান্ডকে ভারত প্ৰথম প্রস্তুতি ম্যাচেই হারিয়েছে। ভারতীয় ব্যাটিংয়ের টপ থ্রি ইতিমধ্যেই চূড়ান্ত- রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলি।

আরও পড়ুন: ভারত কী করে বিশ্বকাপে ফেভারিট! কড়া মন্তব্যে কোহলিদের চরম অপমান ভনের

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ কোথায় হচ্ছে?
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলা হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ কখন অনুষ্ঠিত হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ বুধবার, অক্টোবরের ২০ তারিখে ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩.৩০-এ শুরু হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচার করা হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেল- Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 3 and Star Sports 3 HD এবং ডিডি-১ সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন: সৌরভকে রাগিয়ে চরম শিক্ষা দেন শেওয়াগ! তারকার জন্মদিনে ফাঁস করলেন মহারাজ স্বয়ং

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ কোন ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে?
ডিজনি+হটস্টার এপে সরাসরি লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ।

টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:
বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার

টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড:
ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, এস্টন আগার, প্যাট কামিন্স, জস ইংলিশ, মিচেল মার্শ, জস হ্যাজেলউড, কেন রিচার্ডসন, মার্কাস স্টোয়িনিস, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, এডাম জাম্পা, স্টিভ স্মিথ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Australia Cricket Australia T20 World Cup Indian Cricket Team
Advertisment