Advertisment

বিশ্বকাপের আগে আজ ভারত বনাম ইংল্যান্ড! টানটান ম্যাচ কখন, কোন চ্যানেলে, জানুন

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারত খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। দুই দলই সুপার ১২ রাউন্ডে খেলবে। তার আগে মুখোমুখি প্রস্তুতি ম্যাচে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

একদশকের বেশি টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়নের মুকুট হাতছাড়া। সেই লক্ষ্যেই এবার বিশ্বকাপ অভিযানে নামছে ভারত, ইংল্যান্ড। দুই দলই সোমবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি। হেভিওয়েট দুই দলই সুপার-১২ পর্বে চলতি সপ্তাহের শেষের দিকে নামছে।

Advertisment

ভারত ২৪ অক্টোবর প্ৰথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ঠিক তার একদিন আগে ইংল্যান্ড আবার টুর্নামেন্ট অভিযান শুরু করবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মূলপর্বে খেলতে নামার আগে দুই দলই দুটো করে প্রস্তুতি ম্যাচে খেলবে। ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গা ঘামনোর ম্যাচে খেলবে। অন্যদিকে ইংল্যান্ড ভারত ছাড়াও খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন: স্কটল্যান্ডের কাছেও বিশ্বকাপে হার বাংলাদেশের! লজ্জার ক্রিকেটে শুরুতেই কলঙ্ক পদ্মাপাড়ে

টি২০ বিশ্বকাপের গত সংস্করণে দুই দলের রেকর্ডই নজরকাড়া। ভারত আয়োজক দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টুর্নামেন্ট অভিযান শেষ হয় ভারতের। অন্যদিকে ইংল্যান্ড ফাইনালে পৌঁছলেও ক্যারিবীয়দের বিপক্ষে রুদ্ধশ্বাস থ্রিলারে হেরে বসে।

সুপার-১২ পর্বে ভারত নিজেদের গ্রুপে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দুটো কোয়ালফাইং দলের বিরুদ্ধে। ওয়ার্ম আপ ম্যাচে ভারত ইংল্যান্ড দুই দলেরই লক্ষ্য যথাসম্ভব সেরা তারকাদের প্রস্তুতি সেরে রাখা। সরকারিভাবে এটি টি২০ ম্যাচের মর্যাদা না পাওয়ায় দুই দলই ১৫ জন ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে।

ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ কখন?

ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ অক্টোবরের ১৮ তারিখ সোমবার। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু সন্ধে ৭.৩০-এ। টস হবে ৭টার সময়।

আরও পড়ুন: সৌরভদের বিরাট প্রস্তাবে সরাসরি ‘না’ পন্টিংয়ের! কোটি কোটি টাকার সুযোগ হেলায় হারালেন মহাতারকা

কোন চ্যানেলে ভারত বনাম ইংল্যান্ডের সরাসরি সম্প্রচার দেখা যাবে?

Star Sports 1/1 HD, Star Sports 1 Hindi/1 HD Hindi, Star Sports 1 Tamil, 1 Telugu & 1 Kannada চ্যানেলে সরাসরি এই ম্যাচের লাইভ সম্প্রচার দেখা যাবে।

কোন ওয়েব প্ল্যাটফর্মে ভারত বনাম ইংল্যান্ডের ওয়ার্ম আপ ম্যাচ উপভোগ করা যাবে?

Disney + Hotstar এপে এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে।

টি২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড:

বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার

টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড:

ইয়ন মর্গ্যান, লিয়াম লিভিংস্টোন, দাবিদ মালান, জেসন রয়, মঈন আলি, টম কুরান, ডেভিড উইলি, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোশ বাটলার, ক্রিস জর্ডন, টাইমাল মিলস, আদিল রশিদ, মার্ক উড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

T20 World Cup Indian Cricket Team England
Advertisment