T20 World Cup 2024 India Schedule in Bengali: আগামী ৫ জুন শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা প্রথমবার এই টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। ভারতের সমস্ত গ্রুপ পর্বের খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮ টায়। সুপার ৮ পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ভারতকে গ্রুপ 'এ'-র প্রথম দুইয়ের মধ্যে থাকতে হবে। পুরো টি-২০ বিশ্বকাপ ভারতে স্টার স্পোর্টস এবং ডিজনি+হটস্টারে সম্প্রচার করা হবে। ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টায় খেলা সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি+হটস্টার-এ।
ভারতের খেলা
তার মধ্যেই আজ ১ জুন, শনিবার বাংলাদেশের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে খেলবে ভারতীয় দল। ৫ জুন, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া গ্রুপ পর্বের অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৯ জুন খেলবে। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে রোহিতবাহিনী ৫-১ ব্যবধানে এগিয়ে। এই চরম আবেগপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আইসিস। সেকথা মাথায় রেখে বাড়ানো হয়েছে বিশেষ নিরাপত্তা। গ্রুপ পর্বে ভারত ১২ জুন আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে। ফ্লোরিডাতে ১৫ জুন কানাডার মুখোমুখি হবে।
ভারতের যাঁরা নজর কাড়বেন
বিরাট কোহলি এবারের টি-২০ বিশ্বকাপকে তাঁর রেকর্ড বাড়ানোর মঞ্চ হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা টি-২০ বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর রানের পরিমাণ ১,১৪১। পাকিস্তানের বিপক্ষেও তাঁর গড় ৩০৮ রান। টি-২০ বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মা সর্বাধিক রানের তালিকায় চতুর্থ স্থানে (৯৬৩ রান) আছেন। তিনি এবার ভালো পারফরম্যান্স করলে, প্রথম দুয়ের মধ্যে চলেও আসতে পারেন। টি-২০ বিশ্বকাপে রবীন্দ্র জাদেজার ২১টি উইকেট আছে। জসপ্রিত বুমরাহর ১১টি এবং আরশদীপ সিংয়ের ১০টি উইকেট আছে।
ভারতের ১৫ জনের স্কোয়াড:-
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
ভারতের গ্রুপ: 'গ্রুপ এ'
'এ' গ্রুপে অংশগ্রহণকারী দলগুলো: পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা
ভারতের ম্যাচের তালিকা:-
১. জুন ১: ভারত বনাম বাংলাদেশ, নিউ ইয়র্ক, রাত ৮টা (ওয়ার্ম আপ)
২. জুন ৫: ভারত বনাম আয়ারল্যান্ড, নিউ ইয়র্ক, রাত ৮টা (গ্রুপের খেলা)
৩. জুন ৯: ভারত বনাম পাকিস্তান, নিউ ইয়র্ক, রাত ৮টা (গ্রুপের খেলা)
৪. জুন ১২: ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক, রাত ৮টা (গ্রুপের খেলা)
৫. জুন ১৫: ভারত বনাম কানাডা, ফ্লোরিডা, রাত ৮টা (গ্রুপের খেলা)