ICC T20 World Cup 2024 Match 47, India vs Bangladesh Playing XI: টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এর ম্যাচে শনিবার অ্যান্টিগায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। সেই ম্যাচে শিবম দুবেকে বসিয়ে সঞ্জু স্যামসনকে মাঠে নামাতে পারে রোহিত বাহিনী। ভারত এখনও পর্যন্ত এবারের টি-২০ বিশ্বকাপে অপরাজিত। বাংলাদেশও এখন পর্যন্ত বেশ ভালোই খেলেছে। আর, তার জেরেই টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ উঠেছে। আর, সেই কারণেই টাইগারদের মোটেই হালকাভাবে নিচ্ছেন না রোহিতরা।
দ্য মেন ইন ব্লু-র সবচেয়ে বড় চিন্তা, দলের সব খেলোয়াড় এখনও পর্যন্ত সমানভাবে ভালো পারফর্ম করে দেখাতে পারেননি। দল হয়তো ম্যাচ জিতে যাচ্ছে। কিন্তু, সেই জয়ের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করছেন এক-দু'জন। টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় চিন্তার বিষয় ওপেনিং জুটি বিশ্ববন্দিত রোহিত-কোহলিরা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজেদের সুনামের প্রতি ন্যায় বিচার করতে পারেননি।
এই পরিস্থিতি শনিবার অ্যান্টিগায় বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আগের ম্যাচগুলোয় দেখা গিয়েছে বাংলাদেশের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছেন তাঁদের বোলাররা। ব্যাটাররা সেই তুলনায় ব্যর্থই বলা চলে। বাংলাদেশের সেই বোলিং আক্রমণকে রুখতে ব্যাটিং লাইনআপকে তাই রীতিমতো শক্তিশালী রাখতে চায় রোহিত অ্যান্ড কোং।
আর, সেই জন্যই শিবম দুবেকে বসানোর কথা ভাবা হচ্ছে। কারণ, গত চারটে ম্যাচে দুবের স্কোর হল- ০, ৩, ৩১, ১০। বাংলাদেশের সঙ্গে ম্যাচ যেখানে হবে, সেই অ্যান্টিগার পিচ পেসের পিচ। আর, সেখানে দুবে ব্যর্থ হবেন বলেই ধরে নিচ্ছে দল। কারণ, আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলা বাঁ-হাতি শিবম পেসারদের বিরুদ্ধে মোটেও স্বচ্ছন্দ নন। স্পিন খেলার জন্য প্রয়োজনীয় ফুটওয়ার্কেরও অভাব আছে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, দুবের এই দক্ষতার অভাবই ভারতের মিডল অর্ডারের সমস্যা বাড়িয়ে তুলেছে।
সেখানে সঞ্জু স্পিনার আর পেসার, উভয়কেই চুটিয়ে খেলতে পারেন। পাওয়ার হিটের ক্ষমতাও দুর্দান্ত। মিডল অর্ডারের যে কোনও পজিশনে ব্যাট করতে আটকায় না। তাছাড়া দলে ইতিমধ্যেই ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল বাঁ-হাতি ব্যাটারের অভাব পূরণ করেছেন। সেই কারণেই সঞ্জুকে বাংলাদেশের বিরুদ্ধে নামানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন- শামিই কি এবার সানিয়ার স্বামী! ব্যক্তিগত সম্পর্কের বিস্ফোরক আপডেট দিলেন বাবা ইমরান
ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক) সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, কুলদীপ যাদব
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, জাকের আলি, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।