Advertisment

IND vs CAN Playing 11: ইউএস ম্যাচে দুর্ধর্ষ খেলা তারকাকেই বাইরে রাখতে চলেছে টিম ইন্ডিয়া! কানাডা ম্যাচেই জোড়া বদল রোহিতদের

ICC T20 World Cup 2024, IND vs CAN Playing 11 Prediction: গুরুত্বহীন এই ম্যাচে ভারত নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করার পথে হাঁটতে পারে। সঞ্জু স্যামসন এবং কুলদীপ যাদবকে পরখ করে নেওয়ার কানাডা ম্যাচ-ই মোক্ষম সুযোগ।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Canada Playing 11 Prediction

IND-Playing 11: বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

India vs Canada T20 World Cup 2024 Playing 11: ইউএসএ-র বিরুদ্ধে জয়ে সুপার-৮ নিশ্চিত হয়ে যাওয়ার পর ভারত নিয়মরক্ষার ম্যাচে শনিবার গ্রুপের শেষ ম্যাচে খেলতে নামছে কানাডার বিপক্ষে। টানা তিনটি ম্যাচ নিউ ইয়র্কে খেলার পর ভারত প্ৰথমবারের মত নামছে ফ্লোরিডায়।

Advertisment

গুরুত্বহীন এই ম্যাচে ভারত নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করার পথে হাঁটতে পারে। সঞ্জু স্যামসন এবং কুলদীপ যাদবকে পরখ করে নেওয়ার কানাডা ম্যাচ-ই মোক্ষম সুযোগ। তাছাড়া টানা খেলার ধকল থেকে দলের নিয়মিত তারকাদেরও বিশ্রাম নেওয়ার সুযোগ থাকছে।

এই ম্যাচে যে বদল ঘটিয়ে ভারত নামতে পারে, দেখে নেওয়া যাক:

দুবের জায়গায় স্যামসন:
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে সঞ্জু স্যামসন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। তবে দাগ কাটতে পারেননি। তারপর গ্রুপের তিনটে ম্যাচে প্ৰথম একাদশে আর জায়গা পাননি রাজস্থান রয়্যালস অধিনায়ক। এই ম্যাচেই মোক্ষম সুযোগ শিভম দুবেকে বিশ্রাম দিয়ে সঞ্জুকে খেলানোর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুবে ৩১ রানের ভরসা জাগানোর মত ইনিংস খেলেছিলেন। তাছাড়া টানা ম্যাচ খেলছেন তিনি। ইউএসএ ম্যাচের আগে শিভম দুবের ফর্ম নিয়ে উদ্বিগ্ন ছিল টিম ম্যানেজমেন্ট। সুপার-৮'এ প্রয়োজন হলে যাতে সঞ্জুকে ব্যবহার করা যায়, সেরকম অপশন বিবেচ্য হলে সঞ্জুর জায়গা পাওয়া উচিত কানাডা ম্যাচেই।

জাদেজার জায়গায় কুলদীপ:
ব্যাট হাতে ভরসা করার মত পারফরম্যান্স নেই। বল হাতে একটা উইকেটও তুলতে পারেননি। টিম ইন্ডিয়া প্রথম একাদশে জাদেজার জায়গা সংশয়ের মধ্যে রয়েছে। ইউএসএ ম্যাচে জাদেজাকে দিয়ে রোহিত এক ওভারও বল করাননি। পাকিস্তান ম্যাচের মোক্ষম সময়ে অক্ষরের হাতে বল তুলে দিয়েছিলেন ভারত অধিনায়ক। অর্থাৎ জাদেজা যে রোহিতের আস্থা হারিয়েছেন তা স্পষ্ট। অক্ষর প্যাটেল ব্যাটে-বলে জাদেজার তুলনায় ভালো ছন্দে রয়েছেন। তাই জাদেজাকে কানাডা ম্যাচে বাইরে রেখে ভারত প্রথম এগারোয় কুলদীপকে পরীক্ষা করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং

কানাডা সম্ভাব্য প্ৰথম একাদশ:
অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পরগাট সিং, দিলপ্রীত বাজওয়া, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোওয়া (উইকেটরক্ষক), ডিলন হেইলিগার, সাদ বিন জাফর (অধিনায়ক), কলিম সানা, জুনায়েদ সিদ্দিকী, জেরেমি গর্ডন

Ravindra Jadeja Kuldeep Yadav Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup Sanju Samson Canada Cricket Team
Advertisment