India vs Pakistan {IND vs PAK} T20 World Cup 2022 Match Date, Schedule, Venue, Squad Details, Playing 11:
হাড্ডাহাড্ডি বিশ্বকাপের মহারণ। সেই মহারণেই মেলবোর্নে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। প্ৰথমে ব্যাট করবে পাকিস্তান।
যেমনটা ভাবা হয়েছিল, ভারতের টিম সিলেকশন অনেকটাই আলাদা হয়ে দাঁড়াল। জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামিকেই যে পেস বোলিংয়ের দায়িত্ব দেওয়া হবে, তা বোঝাই গিয়েছিল। তবে হর্ষল প্যাটেল এবং জুজবেন্দ্র চাহালকে বাইরে রেখে যে টিম বাছবে রোহিতরা, ভাবা যায়নি। অশ্বিনকে নিয়ে কার্যত চমকই দিল ইন্ডিয়া। বাবর এবং মহম্মদ নওয়াজ অফস্পিনারদের খেলতে ততটা স্বচ্ছন্দ নন, সেই কারণেই সম্ভবত অশ্বিনের অন্তর্ভুক্তি। ডান হাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে অশ্বিনের ক্যারম বল সহ অন্যান্য স্টক বল ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। সেকথা ভেবেই সম্ভবত দক্ষিণী স্পিনারকে নেওয়ার কথা ভেবেছেন রোহিত-দ্রাবিড়।
আরও পড়ুন: পাকিস্তানকে পাত্তাই দিলেন না সৌরভ! দুর্ধর্ষ ভবিষ্যৎবাণীতে জানালেন বিশ্বকাপ জয়ের চার ফেভারিট
ঋষভ পন্থ যে টি২০ একাদশে প্ৰথম বাছাই নন, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সুনীল গাভাস্কারদের মত অনেক ক্রিকেট বিশেষজ্ঞ পন্থকে পাক ম্যাচে প্ৰথম এগারোয় দেখতে চেয়েছিলেন। তাঁদের হতাশই হতে হল। একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে যথারীতি ঠাঁই হয়েছে দীনেশ কার্তিকের।
পেস বোলার বাছাই করতে সমস্যায় পড়েছে পাক ম্যানেজমেন্টও। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে পাক পেস ব্যাটারিতে জায়গা পেয়েছেন তরুণ নাসিম শাহ এবং হ্যারিস রউফ।
আরও পড়ুন: সৌরভ হয়ত CAB প্রেসিডেন্ট নন! হঠাৎ প্লট ট্যুইস্টে বেনজির জল্পনা বাংলার ক্রিকেটে
টসে জিতে রোহিত বলে গেলেন, "পিচে হালকা ঘাস রয়েছে। দারুণ পিচ। হালকা মেঘাচ্ছন্ন পরিবেশে বল সুইং করবে। প্ৰথমে বল করে এই সুবিধা নিতে চাই।"
Follow Live Cricket updates in Bengali HERE
ভারতীয় একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার
পাকিস্তান প্ৰথম একাদশ: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ