এশিয়া কাপের ফলাফল ছিল ১-১। জোড়া ম্যাচে মুখোমুখি হয়ে ১ ড্র এবং ১ হার। তবে রবিবার মেলবোর্নে খেলতে নামার আগে ভারতের রক্তে থাকবে প্রতিশোধের আগুন। এক বছর আগে আমিরশাহির মাটিতে টি২০ বিশ্বকাপে শোচনীয় ফলাফল করেছিল কোহলি-শাস্ত্রীর টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পাক ম্যাচে হারের জ্বালা সইতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।
এবার সেই হিসাব চোকানোর পালা ভারতের। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজ খেলে ভারত নিজেদের প্ৰথম একাদশ অনেকটাই সেটল করে নিয়েছিল। সুপার-১২ পর্বে খেলতে নামার আগে ভারত তিনটে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কাছে হারলেও ব্রিসবেনে ভারত পূর্ণশক্তির অস্ট্রেলীয় দলকে থ্রিলারে হারিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে বুধবার গাব্বায় বাতিল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: এক বল না খেলেই বাতিল হতে পারে ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ! ব্যাপক দুঃসংবাদ মিলল সরাসরি
এমনিতেই ডেথ ওভারে ভারতীয় দলের বোলিং ক্রমশ চিন্তায় রাখছিল ক্যাপ্টেন রোহিতকে। বুমরার অনুপস্থিতিতে ভুবনেশ্বর কুমার বারবার ডেথ ওভারের বোলিংয়ে সমালোচিত হয়েছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ শামি দুর্ধর্ষ ডেথ ওভার বোলিং করে রোহিতের চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করতে নেমে মাত্র চার রান খরচ করেন। সেই সঙ্গে চার-চারটে উইকেট তুলে নেন। যদিও এর মধ্যে একটি ছিল রানআউট। ভুবনেশ্বর কুমারের পরিবর্ত হিসাবে তাই মহম্মদ শামিকেই প্ৰথম এগারোয় দেখা যেতে পারে। সেক্ষেত্রে হর্শল প্যাটেলকে বাইরে বসতে হবে।
মেলবোর্নে ভাল রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার। বৃষ্টিস্নাত পরিবেশে তিন পেসার খেলাতে চলেছে ভারত- ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিংয়ের সঙ্গেই থাকবেন মহম্মদ শামি। স্পিনার হিসাবে জুজবেন্দ্র চাহালের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। দ্বিতীয় স্পিনার কাম অলরাউন্ডার হিসাবে এগারোয় ঢোকার বিষয়ে লড়াই হবে অশ্বিন এবং অক্ষর প্যাটেলের। পঞ্চম বোলারের দায়িত্ব নিতে হবে হার্দিক পান্ডিয়াকে।
আরও পড়ুন: জয় শাহের বোমার পরেই পাল্টা তুবড়ি পাকিস্তানের! ভারতের বিশ্বকাপ বানচাল করার হুমকি PCB-র
ব্যাটিংয়ে এমনিতে রদবদলের সম্ভবনা নেই। কেএল রাহুলকে সরিয়ে মাঝে ঋষভ পন্থকে ওপেন করানোর দাবি জোরালো হয়েছিল। তবে কেএল রাহুল গত কয়েকটি ম্যাচে আস্থার মর্যাদা দিয়ে রান পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হাফসেঞ্চুরি পেয়েছেন তারকা। সূর্যকুমার এবং রাহুলের হাফসেঞ্চুরিতে ভর করে ভারত স্কোরবোর্ডে ১৮৬ তুলেছিল। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে যে পন্থ নন, দীনেশ কার্তিকই পছন্দের তা আর বলার অপেক্ষা রাখে না। পন্থকে বাইরেই রাখা হতে পারে। প্রস্তুতি ম্যাচের টিম কম্বিনেশন সেটাই বলছে।
আরও পড়ুন: প্রশাসনে একদমই অনভিজ্ঞ, জয় শাহকে তুমুল আক্রমণ শাহিদ আফ্রিদির
পাকিস্তান আবার শাহিন শাহ আফ্রিদিকে ফিরে পেয়ে আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে। গত টি২০ ওয়ার্ল্ড কাপে শাহিন আফ্রিদির একটা স্পেল ধসিয়ে দিয়েছিল ভারতের টপ অর্ডারকে। এশিয়া কাপে বুমরার মতই চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে চোট সারিয়ে তিনি ছন্দে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে প্ৰস্তুতি ম্যাচে ফিরেছেন মারণ-ইয়র্কার সমেত। যাতে আহত হয়ে মাঠ ছাড়তে হবে গুরবাজের মত আফগান তারকাকে।
পাক বোলিংয়ে শাহিন আফ্রিদির সঙ্গেই থাকবেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। অলরাউন্ডারের কোটায় খেলবেন শাদাব খান এবং মহম্মদ নওয়াজ।
ভারত সম্ভাব্য প্ৰথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল/ রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, আর্শদীপ সিং
পাকিস্তান সম্ভাব্য প্ৰথম একাদশ: বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শান মাসুদ/ ফখর জামান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি