scorecardresearch

রোববারেই বিশ্বকাপে ভারত-পাক ব্লকবাস্টার! কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে দেখবেন, রইল বিস্তারিত

বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ কবে, কোথায়, কোন চ্যানেলে, কখন দেখা যাবে, জেনে নিন বিস্তারিত

রোববারেই বিশ্বকাপে ভারত-পাক ব্লকবাস্টার! কবে, কখন, কোথায়, কোন চ্যানেলে দেখবেন, রইল বিস্তারিত

গত টি২০ বিশ্বকাপে আমিরশাহিতে ভারত পর্যুদস্ত হয়েছিল পাকিস্তানের কাছে। তারপর গঙ্গা-সিন্ধু দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার ভারত-পাক মহারণ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে। প্ৰথম ম্যাচেই ভারত মোকাবিলা করবে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে।

গত বছরের দলের তুলনায় এবার অনেকটাই খোলনলচে বদলে নামছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির জায়গায় নেতৃত্বের ব্যাটন যেমন নিয়েছেন রোহিত শর্মা। তেমনই কোচ হয়ে রবি শাস্ত্রীর স্থলভিষিক্ত হয়েছেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপে খেলতে নামার আগেই ভারত-পাক এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দু-বার। যেখানে স্কোরলাইন ১-১।

আরও পড়ুন: এক বল না খেলেই বাতিল হতে পারে ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ! ব্যাপক দুঃসংবাদ মিলল সরাসরি

এবার মেলবোর্নে পাক-বধের চ্যালেঞ্জ। কোয়ালিফিকেশন পর্ব শেষ না হলেও এখন থেকেই হেভিওয়েট ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখবেন, এমনটাই আশা সংগঠকদের। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভালো মাত্রায়।

টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কবে?
কুড়ি কুড়ি ওয়ার্ল্ড কাপে ভারত-পাক মহারণ রবিবার, ২৩ অক্টোবর।

টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে?
বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে মেলবোর্নের এমসিজি গ্রাউন্ডে।

আরও পড়ুন: জয় শাহের বোমার পরেই পাল্টা তুবড়ি পাকিস্তানের! ভারতের বিশ্বকাপ বানচাল করার হুমকি PCB-র

টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ থেকে ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে।

টি২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
টি২০ ওয়ার্ল্ড কাপে ভারত-পাক ম্যাচ স্টার স্পোর্টসে সরাসরি খেলা সম্প্রচারিত হবে। স্টার স্পোর্টস টি২০ বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার।

কোন ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ উপভোগ করা যাবে?
Disney+ Hotstar এপে সাবস্ক্রিপশনের মাধ্যমে বিশ্বকাপের সমস্ত ম্যাচ লাইভ দেখা যাবে। এছাড়াও ম্যাচের লাইভ আপডেট পেতে নজর রাখুন indianexpress.com/sports -এ।

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T 20 world cup 2022 when how and where to india vs pakistan match live streaming fixtures date timing