scorecardresearch

বড় খবর

ইংল্যান্ডের জোড়া ধাক্কায় সুখবর টিম ইন্ডিয়ার! সেমিতে ভাঙাচোরা বিপক্ষকেই মাঠে পাবেন রোহিতরা

ভাঙাচোরা দল নিয়ে ভারতের সামনে কতটা প্রতিরোধ গড়তে পারবে ইংল্যান্ড

ইংল্যান্ডের জোড়া ধাক্কায় সুখবর টিম ইন্ডিয়ার! সেমিতে ভাঙাচোরা বিপক্ষকেই মাঠে পাবেন রোহিতরা

শ্রীলঙ্কা ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে আগেই অনিশ্চিত হয়ে পড়েছিলেন ইংল্যান্ডের দাভিদ মালান। এবার সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয় চালু হয়ে গেল মার্ক উডেরও। চলতি বিশ্বকাপে গতিতে ভয় ধরিয়ে দিয়েছেন। দ্রুততম স্পেলের নজির গড়েছেন ইংরেজ এই স্পিডস্টার। তবে ইংল্যান্ড শিবিরের হয়ে শঙ্কার কথা শোনালেন ক্যাপ্টেন জস বাটলার।

এডিলেড ওভালে বুধবার বাটলার বলে দেন, “দুজনের ওপর আমাদের যথেষ্ট ভরসা রয়েছে। ফিটনেস টেস্টের জন্য দুজনকে যত বেশি সম্ভব সময় দেব।” শ্রীলঙ্কা ম্যাচে কুঁচকি চোট পেয়ে মাঠ ছাড়েন মালান। অন্যদিকে, স্টিফনেসের জন্য অস্বস্তিতে মঙ্গলবার অনুশীলনে নামেননি মার্ক উড। বাটলার জানাচ্ছেন, ভারতের বিরুদ্ধে দুজনে খেলবেন কিনা, তা পুরোপুরি নির্ভর করছে মেডিক্যাল টিমের সিদ্ধান্তের ওপর। “দলের ১৫ জনই মাঠে নামার জন্য প্রস্তুত।”

আরও পড়ুন: বিরাট বদল KKR কোচিং স্টাফে! দু-বার IPL জয়ী নাইট তারকাই ফিরলেন পুরোনো দলে

মালানের বিকল্প হিসেবে টপ অর্ডারে ফিল সল্টকে নামানো ছাড়া গতি নেই ইংল্যান্ডের। তিন নম্বরে মালানের জায়গায় নামানো হতে পারে। আবার ভারতের বিরুদ্ধে অতিরিক্ত বোলার খেলানোর পথেও হাঁটতে পারে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সল্টকে নিয়ে বাটলার বলে দিচ্ছেন, “টি২০-র জন্য ওঁর মাইন্ডসেট একদম ঠিকঠাক। ও কোনও প্রতিপক্ষকেই ভয় পায়না।”

উইকেট কিপার এবং হার্ড হিটার হিসাবে বিগব্যাশ লিগে বেশ বিখ্যাত সল্ট। এডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সূত্রে কার্যত যেন ঘরের মাঠেই নামবেন তিনি।

ভারতের কাছে অচেনা সল্টই কি এক্স-ফ্যাক্টর হিসাবে অবতীর্ণ হবেন, সেটা সময়ই বলবে।

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2022 england likely to miss mark wood dawid malan semifinal match against india