/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/10/nasser-hussain.jpg)
ভারত-পাক থ্রিলারের শেষ ওভারে নো-বল। সেখান থেকে কোহলি-অশ্বিনের ফিনিশিং টাচ! ভারতের হাতে পাকিস্তান রুদ্ধশ্বাস ম্যাচে বিধ্বস্ত হওয়ার পরে পাক ক্রিকেট সমর্থকরা কোহলি, টিম ইন্ডিয়াকে 'প্রতারক' বলে দিতেও দ্বিধা করছেন না। আর বিশ্বকাপে এই নো-বল বিতর্কে জুড়ে গেল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনের নাম।
ভারতের কাছে হারের পরেই নাসের হুসেনের এক বিবৃতি প্রচার করে চলেছিলেন পাক সমর্থকরা। ভাইরাল হওয়া বার্তায় নাসের হুসেন নাকি বলেছিলেন, "আম্পায়ারের বেশ কিছু অদ্ভুত সিদ্ধান্ত ভারতের পক্ষে গিয়েছে। তবে হয়ত আমাদের চুপ থাকা উচিত। আইসিসি এবং বিসিসিআইকে ঘাটানো উচিত হবে না।"
আরও পড়ুন: জোর করে হারিয়ে দেওয়া হল! কোহলিকে ম্যাচের পরেই ‘চিটিংবাজ’ বলল পাকিস্তান, তুঙ্গে বিতর্ক
তবে নাসের হুসেন স্পষ্ট করে নিজের টুইটার একাউন্ট থেকে জানিয়ে দিলেন, তিনি কখনই এরকম মন্তব্য করেননি। পাক সমর্থকদের ভুয়ো টুইটের পাল্টা দিয়ে নাসের হুসেন পাল্টা লিখলেন, "সবথেকে ভাল হবে যদি তুমি এই টুইট মুছে দাও। এটা পুরোপুরি ভুয়ো খবর, ভুয়ো মন্তব্য। আজকে মত দুর্ধর্ষ ম্যাচের মোটেই এটা প্রাপ্য নয়। ধন্যবাদ।"
Probably best if you can delete this please .. it’s fake news and a fake quote and definitely not what a great game of cricket like todays deserves !! Thanks
— Nasser Hussain (@nassercricket) October 23, 2022
নাসের হুসেন সরাসরি ফেক টুইট নিয়ে মুখ খোলায় পাল্টা ট্রোলিংয়ের মুখে পড়েন পাক সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকরা কার্যত ধুয়ে দেন পাক ব্রিগেডকে।
Hehe pic.twitter.com/u6i9e3uZes
— H. (@__hafees) October 23, 2022
পুরো ঘটনার সূত্রপাত ম্যাচের শেষ ওভারে। শেষ তিন বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। সেই সময় নওয়াজের লোভনীয় ফুলটস বল কোহলি স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দেন। এশিয়া কাপে সুপার-৪ ম্যাচে পাকিস্তানের হিরোর হাতেই শেষ ওভার বল তুলে দেন ক্যাপ্টেন বাবর আজম।
আরও পড়ুন: শাস্তি এড়াতে দুর্ধর্ষ প্ল্যানিং ভারতের! পাক ম্যাচে চমকে দেওয়া স্ট্র্যাটেজি নিয়ে হাজির রোহিতরা
যাইহোক, নওয়াজের চতুর্থ বল ছক্কা হাঁকিয়ে উচ্চতার জন্যই কোহলি আম্পায়ারের কাছে নো বলের আবেদন করেন। কোহলির আবেদনে সাড়া দিয়ে আম্পায়ারও নো বলের নির্দেশ দেন। এরপরে মহম্মদ নওয়াজ, বাবর আজমরা আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করলেও সেই সিদ্ধান্ত আর বদলায়নি। সেই ক্ষোভের আগুনে পুড়তে পুড়তেই পাক সমর্থকরা মনে করছেন তাঁরা প্রতারিত। কোহলি আবেদন করেছেন বলেই আম্পায়ার নো বলের নির্দেশ দিয়েছেন।
আর এই বিতর্কেই পাক সমর্থকরা টেনে এনেছিলেন নাসের হুসেনের মত সম্মানীয় ব্যক্তিত্বকে। তবে সেটাই দিনের শেষে বুমেরাং হয়ে গেল।