চার-ছক্কায় শ্রীলঙ্কাকে ধ্বংস করে দিলেন মার্কাস স্টোইনিস। নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপের প্ৰথম ম্যাচে হারের পরে শ্রীলঙ্কার বিপক্ষেই জয়ে ফিরল অজিরা। ৭ উইকেটে অস্ট্রেলিয়া মঙ্গলবার জয় পেল।
চরিত আশালঙ্কার ২৫ বলে ৩৮ রানের সৌজন্যে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ১৫৭/৬ তুলেছিল। বল করতে নেমেও শ্রীলঙ্কা যথেষ্ট লড়াই দিয়েছিল। তবে স্টোইনিস ব্যাট হাতে নেমে ম্যাচ একপেশে করে দেন। ১৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন অজি অলরাউন্ডার। অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছে যায় ১৬.৩ ওভারে। ১৭ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়ে দ্রুততমদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন স্টোইনিস।আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলীয়দের হয়ে স্টোইনিসই দ্রুততম। হাফডজন ছক্কার পাশাপাশি চারটে বাউন্ডারিও হাঁকান তারকা।
আরও পড়ুন: ভারতের জয়ে শুভেচ্ছা জানালেন, তবু সৌরভের বার্তায় নেই কোহলির নাম-গন্ধ! তুঙ্গে বিতর্ক
প্ৰথম ওভারেই ইনজুরির কারণে বল করতে পারেননি বিনুরা ফার্নান্দো। তা সত্ত্বেও অস্ট্রেলিয়াকে বরাবর চাপে রেখেছিল শ্রীলঙ্কা। ওয়ার্নার, ফিঞ্চ এদিনও খাপ খুলতে পারেননি। ফিঞ্চ ৩১ করতেই নিয়ে নেন ৪২ বল। মিচেল মার্শ ১৭ বলে ১৭ করেন। গ্লেন ম্যাক্সওয়েল ১২ বলে ২৩ করে কিছুটা চাপ হালকা করেন। নিজের ইনিংসে লাহিরু কুমারার বল হেলমেটেও হজম করেন অজি তারকা।
১৩ ওভার শেষে ম্যাক্সওয়েল যখন আউট হন তখন অস্ট্রেলিয়া রীতিমত চাপে ৮৯/৩। ফিঞ্চ অন্যপ্রান্তে ব্যাট হাতে খোঁড়াতে থাকলেও প্ৰথম থেকেই মারমার কাটকাট ব্যাটিং চালু করে দেন। স্টোইনিস সহ বাকি অজি ব্যাটাররা টার্গেট করেন শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তিনি ৩ ওভারে ৫৩ রান খরচ করে বসেন।
তার আগে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ভয়ঙ্কর চাপে পড়ে গিয়েছিল। তবে শেষদিকে আশালঙ্কা নেমে ঝড় তুলে যান। শেষ চার ওভারে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ৪৬ তোলে। শেষ ওভারে প্যাট কামিন্স ২০ রান বিলিয়ে দেন। অন্যপ্রান্তে চামিকা করুনরত্নে ৭ বলে ১৪ রানের ক্যামিও খেলে যান। প্ৰথমে ব্যাট করতে নেমে কখনই সেভাবে মোমেন্টাম পায়নি শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস আউট হয়ে যাওয়ার পরে পাথুম নিশঙ্কা (৪৫ বলে ৪০) এবং ধনঞ্জয় ডি সিলিভা (২৩ বলে ২৬) ৫৮ বলে ৬৯ রানের পার্টনারশিপ গড়ে দলকে কিছুটা লড়াইয়ের মঞ্চে পৌঁছে দেন। তারপরেই নিয়মিত উইকেট হারিয়ে বেশ চাপে থাকে শ্রীলঙ্কা। প্যাট কামিন্স, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্ক তিন সিমারই একটি করে উইকেট নেন।