হয়ত টাকা নেই। তবে ভারতীয় ক্রিকেটারদের তুলনায় পাকিস্তান ঢের গুণে ভালো। এমনটাই মন্তব্য করলেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। রবিবার মেলবোর্নের আইকনিক স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড।
দল ফাইনালে নামার আগে অস্ট্রেলিয়া চলে এসেছেন রামিজ রাজা। অজি মুলুকে এসেই মুখ খুলে তিনি জানাচ্ছেন, "বিলিয়ন ডলারের দল পিছনে চলে গেল। আর আমরা ওপরে চলে এলাম।" আইপিএল-কে খোঁচা দিয়ে এই প্ৰথমবার বিলিয়ন-ডলার মন্তব্য করলেন না রামিজ। টি২০ বিশ্বকাপের আগেই তিনি বলেছিলেন, পাকিস্তানিদের উচিত বাবর আজমদের পাশে দাঁড়ানো। যাঁরা শেষ বিশ্বকাপে বিলিয়ন ডলারের ভারতীয় দলকে হারিয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে কলঙ্কিত ভারত! রোহিতদের কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে চরম অপমান এবার পাক প্রধানমন্ত্রীর
যাইহোক, অস্ট্রেলিয়ায় পৌঁছে রামিজ রাজা ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের সম্ভবনা নিয়েও মুখ খুলেছেন, "আপাতত ভারত-পাক টেস্ট সিরিজের বিষয়ে কোনও খবর নেই আমার কাছে।"
এশিয়া কাপে ভারত পাকিস্তানে না গেলে ২০২৩ বিশ্বকাপ থেকে নিজেদের নাম তুলে নিতে পারে পাকিস্তান, এমন হুমকি দিয়েছিল পিসিবি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার সাইমন ও'ডনেল জানিয়েছিলেন ইন্দো-পাক সিরিজ আয়োজন করার প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
যাইহোক, রবিবারের ম্যাচ ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ হতে চলেছে। সেবারের মত এবারের ফাইনালেও পাকিস্তান-ইংল্যান্ড নামছে। সেই মেলবোর্নেই। রামিজ জানাচ্ছেন, "১৯৯২ সালের মত এবারেও অদ্ভুত সাদৃশ্য রয়েছে। দলের মধ্যে বিশ্বাস, নিজেদের প্রতি শক্তিতে আস্থা রয়েছে। তখনও আমাদের মনে হত, প্রতিপক্ষ দল যদি ১৫ জন নিয়েও মাঠে নামে, তাহলেও আমরা জিতব। তবে বাবররা আমাদের তুলনায় বেশি রিল্যাক্সড। আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম। ওঁরা পুরো বিষয় উপভোগ করছে। দেখে ভালো লাগছে।"