অস্ট্রেলিয়ার মাটিতে কাপ জয়ের অন্যতম ফেভারিট হিসাবেই টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। ব্যাটিং-বোলিংয়ে যথেষ্ট ভারসাম্য থাকায় অনেক বিশেষজ্ঞের ফেভারিটের তালিকায় রয়েছে বাবর আজমের পাকিস্তান। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে পাক দল। যদিও ইংল্যান্ডের কাছে ৭ ম্যাচের টি২০ সিরিজে পাক বাহিনী হেরেছে ৩-৪ ব্যবধানে।
ফর্মে থাকা বাবর-ফখর জামান-মহম্মদ রিজওয়ানরা তাই কাপ জয়ের অন্যতম দাবিদার হিসাবেই রবিবার ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামছে। তবে পাকিস্তানকে আমলই দিচ্ছেন না স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পাকিস্তান নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাব্য দাবিদার হিসাবে চার দল হিসেবে বেছে নিয়েছেন- ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে।
আরও পড়ুন: সৌরভ হয়ত CAB প্রেসিডেন্ট নন! হঠাৎ প্লট ট্যুইস্টে বেনজির জল্পনা বাংলার ক্রিকেটে
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে মহারাজ জানিয়ে দিলেন, বোলিংয়ের জন্যই এগিয়ে রাখছেন দক্ষিণ আফ্রিকাকে। "আমার বাছাই ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ বেশ উন্নত। অস্ট্রেলিয়ার মাটিতে এটা বড় ফ্যাক্টর হতে চলেছে।" বলে দিয়েছেন বোর্ড থেকে সদ্য অপসারিত সৌরভ গঙ্গোপাধ্যায়।
গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল কোহলির টিম ইন্ডিয়াকে। এবার অনেক বিশেষজ্ঞই ভারতকে বেশিদূর দেখছেন না। ফেভারিটের তকমা ছাড়াই মাঠে নামবেন রোহিত শর্মারা। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে নামছে ভারত, তবে বোলিং নিয়ে ভারতের চিন্তা এখনও কাটেনি। চোটের কারণে জসপ্রীত বুমরা খেলতে পারবেন না। বোলিংয়ের জন্যই ভারত পিছিয়ে, দাবি ক্রিকেট মহলের। যদিও জসপ্রীত বুমরার পরিবর্ত হিসাবে খেলতে নেমে প্রস্তুতি ম্যাচে মহম্মদ শামি ভরসা জুগিয়েছেন টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন: সৌরভকে নিয়ে এখনও দাবানল ভারতীয় ক্রিকেট! অবশেষে মহারাজকে নিয়ে মুখ খুললেন নতুন প্রেসিডেন্ট বিনি
ভারতকে অবশ্য ফেভারিট হিসাবে ধরেই ভবিষ্যৎবাণী করছেন মহারাজ। তিনি ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, "ভারত কেমন করবে, এখনই বলা মুশকিল। তবে আমাদের দল যথেষ্ট ভাল দল। অতীতে কী ঘটেছে, তা নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। ভারত এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসাবেই মাঠে নামবে। বিশ্বকাপের লড়াই সম্পূৰ্ণ আলাদা।"
সেই সঙ্গে সম্ভাব্য চ্যাম্পিয়ন দল বাছতে গিয়ে তাঁর আরও সংযোজন, "এই দুই-তিন সপ্তাহে যে দল ধারাবাহিকতা দেখাতে পারবে, তারাই বিজয়ী হবে। টি২০ ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম ভীষণ গুরুত্বপূর্ণ।"