Advertisment

সূর্য-কোহলিদের দাপটে বিশ্বকাপে ফিকে কমলা রং! দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ভারত

একপেশে ম্যাচে ভারতের জিততে কোনও সমস্যাই হল না

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত: ১৭৯/২
নেদারল্যান্ডস: ১২৩/৯

Advertisment

পাক ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পরে ভারত চলতি বিশ্বকাপে নিজেদের অপ্রতিরোধ্য ফর্ম ধরে রাখল। নেদারল্যান্ডসকে বৃহস্পতিবার ভারত বিধ্বস্ত করল ৫৬ রানের বিশাল ব্যবধানে। টানা দুই ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হঠিয়ে। যাঁরা এদিনই বাংলাদেশকে হারিয়ে সাময়িকভাবে গ্রুপের মগডালে চড়েছিল।

পাক ম্যাচে জয়ের পর ভারত যে আত্মতুষ্ট হয়ে পড়েনি নেদারল্যান্ডস ম্যাচেই তাঁর প্রমাণ মিলল। গত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভারত অনেক দৃঢ়প্রতিজ্ঞ। প্ৰথমে ব্যাট করতে নেমে কোহলি, রোহিত, সূর্যকুমার যাদবের হাফসেঞ্চুরিতে ভর করে ইন্ডিয়া স্কোরবোর্ডে ১৭৯ তুলেছিল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১২৩/৯-এর বেশি তুলতে পারেনি ডাচরা।

আরও পড়ুন: বোলার নয়, নিজেই নিজেকে আউট করলেন, হল্যান্ড ম্যাচে একী কাণ্ড রাহুলের! দেখুন ভিডিও

সিডনির পিচ বেশ কিছুটা মন্থর ছিল। সেই পিচেই টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমেছিল ইন্ডিয়া। নেদারল্যান্ডসের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে নিজেদের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং করতে পারছিলেন না রোহিত-রাহুল। পাওয়ার প্লে-র মধ্যেই ভ্যান মিকারেনের বলে লেগ বিফোর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুল। যদিও রিভিউয়ে দেখা যায় তিনি আউট ছিলেন না।

এরপরে রোহিত প্রাথমিক জড়তা কাটিয়ে হাফসেঞ্চুরি করে নিজের ফর্মে ফেরার বার্তা দেন। রোহিত-কোহলি দুজনে দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করে যান। রোহিত হাফসেঞ্চুরির পরেই আউট হয়ে যান। ফ্রেড ক্লাসেনের বলে। এরপরে শেষ সাত ওভারে ঝড় তোলেন কোহলি-সূর্যকুমার যাদব। দুজনে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ভারতকে ১৭৯/২-এ পৌঁছে দেন।

পাক ম্যাচে কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলার পর কোহলি বৃহস্পতিবারও হাফসেঞ্চুরি করে গেলেন। ৪৪ বলে ৬২ করলেন নিজের অপ্রতিরোধ্য ফর্মের জানান দিয়ে। হাঁকালেন তিনটে বাউন্ডারি, জোড়া ওভার বাউন্ডারি। অন্যদিকে, থার্ড গিয়ারে প্ৰথম থেকেই ব্যাট চালিয়ে যান সূর্যকুমার। ২০০-র ওপর স্ট্রাইক রেট নিয়ে স্লো পিচেও বিধ্বংসী ব্যাটিং করে যান স্কাই। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের ফিফটিও পূরণ করে নেন। ২৫ বলে ৫১ করার পথে তারকা হাঁকালেন সাত-সাতটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি।

বড় রান চেজ করতে নেমে কতদূর লড়াই দিতে পারে নেদারল্যান্ডস, সেটাই ছিল দেখার। তবে প্ৰথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নূন্যতম লড়াই-ও দিতে পারেনি অরেঞ্জ জার্সির দল। অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন দুজনেই দুটো করে উইকেট শিকার করেন। ভুবনেশ্বর কুমার এবং আর্শদীপের সিংয়ের শিকার চার ডাচ ব্যাটসম্যান। মহম্মদ শামি নেন ১ উইকেট। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ স্কোর সাতে নামা টিম প্রিংগলের (২০)। ম্যাচের সেরা সূর্যকুমার যাদব।

Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Netherlands T20 World Cup
Advertisment