Sanjay Manjrekar, Virat Kohli: টি২০ বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। আর, তা দেখে গায়ে জ্বালা ধরেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকারের। তিনি দাবি করেছেন, 'বোলাররাই বিশ্বকাপ ফাইনালে কোহলিকে বাঁচিয়েছে।' আর, সেই কারণে কোহলি POTM পুরস্কারের যোগ্য নন।
এবারের টি২০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এমনিতেই বিতর্কের শেষ নেই। সূর্যকুমার যাদবের ক্যাচ থেকে শুরু করে নানা ব্যাপারে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই কোহলির বিরুদ্ধে নিশানা দেগে নতুন বিতর্ক তৈরি করেছেন মঞ্জরেকার। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয় সহজে আসেনি। বোলারদের কৃতিত্ব ভারতকে ম্যাচে ফিরিয়েছে। জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, আরশদীপ সিংয়ের মতো ডেথ বোলিং ভারতকে সংকটজনক পরিস্থিতি থেকে উদ্ধার করেছে।
পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার ৩০ বলে মাত্র ৩০ রানের দরকার ছিল। কিন্তু, ভারতীয় দল শেষ পর্যন্ত এই ম্যাচে ৭ রানে জয়ী হয়। সেই কারণে বুমরাহ, পান্ডিয়া, আরশদীপকে ধন্যবাদ। এই তিন জনের বদলে, প্লেয়ার অফ দ্য ম্যাচ কি না বিরাট কোহলি পেয়ে গেল! এতেই বিস্মিত হয়েছেন মঞ্জরেকার।
এই ব্যাপারে একটি ম্যাচ-পরবর্তী শোয়ে মঞ্জরেকার অভিযোগ করেছেন যে কোহলির ৫৯ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসের বদলে ওই ম্যাচ জেতানোয় বোলারদের কৃতিত্বই বেশি। আর, সেই জন্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে তিনি হলে কোনও ভারতীয় বোলারকেই বাছতেন, কোহলিকে নয়। মঞ্জরেকারের কথায়, 'কোহলির ওই ইনিংসে ভারতের বিরাট কোনও লাভ হয়নি। দক্ষিণ আফ্রিকা যে কোনও সময় ম্যাচ জিতে যেতে পারত। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা ছিল ৯০ শতাংশ। সেখান থেকে বোলাররাই ম্যাচ বের করে এনেছেন।'
আরও পড়ুন- সূর্যকুমারের ক্যাচ একদম ঠিকঠাক! নিন্দুকদের মুখে ঝামা ঘষে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার-ই পোলক
তবে, মঞ্জরেকারের মতামতে বিশ্বাসী নন জিম্বাবুয়ের প্রাক্তন খেলোয়াড় অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেছেন 'কোহলির ৭৬ রানের দৌলতেই ভারত মোটামুটি ভদ্রস্থ ১৭৬ রানে পৌঁছেছিল। না-হলে ভারতের রান হত ১০০। এই ম্যাচ হেরে গেলে কিছু লোক অযথাই কোহলির বিরাট সমালোচনা করত। অথচ, কোহলির ওই রানের দৌলতেই ভারত দক্ষিণ আফ্রিকার সামনে একটা মোটামুটি ইংনিস খাড়া করতে পেরেছে। আর, বোলাররাও জয়ের লক্ষ্যে চেষ্টা চালাতে পেরেছেন।' অ্যান্ডি ফ্লাওয়ার একথা বললেও অবশ্য অর্ধশতকের দোড়গোড়ায় কোহলি বেশ কিছু বল নষ্ট করেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।