How much salary USA cricketers get: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে বৃহস্পতিবার হারিয়ে হইচই ফেলে দিয়েছে আমেরিকা। আর, তারপরই মার্কিন খেলোয়াড়রা কত টাকা আয় করেন, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এমনিতে বিশ্বে আমেরিকার অর্থনীতি বেশ মজবুত। সেখানে ক্রিকেট গুরুত্ব পেলে আখেরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলেরই (আইসিসি) আর্থিক লাভ হবে। এমনিতে রাগবি এবং বাস্কেটবল বেশ জনপ্রিয়। NFL, NBL-এর এখন দুনিয়াজোড়া নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে তেমনই জনপ্রিয় করে তুলতে চায় আইসিসি। আর, তারই সূচনা হয়েছে বিশ্বের মহাশক্তিধর দেশে।
এবারের টি-২০ বিশ্বকাপে ইতিমধ্যে দুটি জয় পেয়েছে আমেরিকা। কানাডা এবং পোড়খাওয়া পাকিস্তানকে হারিয়ে তারা বিশ্বকাপের গ্রুপ এ পর্বে শীর্ষে রয়েছে। তার আগে বাংলাদেশকে হারিয়ে প্রস্তুতি ম্যাচের সিরিজ জিতেছে। কিন্তু, তার সঙ্গে বিশ্বকাপের দুটি ম্যাচে জয়ের কোনও তুলনাই আসে না। কারণ, পরপর দুটি ম্যাচে জয়ের জেরে আমেরিকার এবারের বিশ্বকাপের পরবর্তী পর্বে ওঠার রাস্তা সুগম হয়েছে। এখনও তাদের গ্রুপ এ-এর দুটো ম্যাচ আছে। সেটা আয়ারল্যান্ড এবং ভারতের সঙ্গে। তার মধ্যে একটা ম্যাচ জিতলেই তারা বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে পৌঁছে যাবে।
তবে, আমেরিকার হয়ে যেসব খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলছেন, তাঁরা বেশিরভাগই ভিনদেশের বাসিন্দা। যাঁরা পরবর্তী সময়ে আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন। তবে, এটা আমেরিকার বৈশিষ্ট্য। বিশ্বের বিভিন্ন দেশের কৃতীদের তারা সাদরে সেদেশে বরণ করে নেয়। আর, তাদের কাজের সুযোগ দেয়। নাগরিকত্ব দেয়। এতে আমেরিকারই উপকার হয়। এবারের টি-২০ বিশ্বকাপ সেটাই আরও স্পষ্ট করে দিচ্ছে। তবে, জানা গিয়েছে, আমেরিকায় যেহেতু ক্রিকেট তেমন জনপ্রিয় নয়। তাই সেদেশে এখনও সেটা বিশেষ গুরুত্ব পায় না। ক্রিকেটাররাও অন্যান্য দেশের চেয়ে কম অর্থ পান। তাঁরা ঠিক কত অর্থ পান, সেটা অবশ্য আমেরিকার ক্রিকেট বোর্ড প্রকাশ্যে আনেনি।
আরও পড়ুন- ভারত ম্যাচের আগেই ‘মিনি ভারতের’ কাছে হার! পাকিস্তানের ভরাডুবি এই চার ভারতীয় সুপারস্টারেই
তবে, বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সেখানকার ক্রিকেটারদের বার্ষিক বেতন ১২ লক্ষ টাকার কাছাকাছি সবচেয়ে বেশি বেতন বার্ষিক ৭৫ লক্ষ টাকা। মোট ১৭ জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় এনেছে মার্কিন ক্রিকেট বোর্ড। কিছু খেলোয়াড়ের সঙ্গে এক বছরের চুক্তি এবং আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে তিন মাসের চুক্তি করেছে। মার্কিন ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ২০১৭ সালে আইসিসি স্বচ্ছ প্রশাসনিক অভাব এবং আর্থিক অস্বচ্ছতার জন্য সাসপেন্ডও করে দিয়েছিল। এরপর ২০১৯ সালে আইসিসি আমেরিকান ক্রিকেট বোর্ডকে সদস্য দেশের মর্যাদা দেয়। ২০১৯ সালে আমেরিকা প্রথম টি-২০ ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, অধিনায়ক সৌরভ নেত্রভালকরের সঙ্গে তিন মাসের, স্টিভেন টেলরের সঙ্গে একবছরের, করিমা গোরের সঙ্গে তিন বছরের, এলমোরে হাচিনসনের সঙ্গে তিন মাসের, অ্যারন জোনসের সঙ্গে তিন মাসের, নস্টুশ কেনজিগের সঙ্গে তিন মাসের, যশকরণ মালহোত্রার সঙ্গে তিন মাসের, জেভিয়ার মার্শালের সঙ্গে একবছরের, মোনাঙ্ক প্যাটেলের সঙ্গে একবছরের, নিসর্গ প্যাটেলের সঙ্গে তিন মাসের, সাগর ও তিমিল প্যাটেল, রাস্টি থেরনের সঙ্গে তিন মাসের, যশদীপ সিংয়ের সঙ্গে আমেরিকান ক্রিকেট বোর্ডের একবছরের চুক্তি হয়েছে।