Advertisment

IND vs PAK key players: এই দুই ভারতীয় সুপারস্টার-ই ছোবল দেবেন পাকিস্তানকে! সবুজ জার্সিতে বিষ ওগরাতে প্রস্তুত এই পাক তারকা

ICC T20 World Cup 2024, IND vs PAK Key players: ২০২২-এ মেলবোর্নে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল পাকিস্তান। তবে শেষরক্ষা করতে পারেনি সবুজ জার্সির দল। তারপর থেকে টি২০ ফরম্যাটে বারবার হোঁচট খেয়েছেন বাবররা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বি টিমের কাছে হারতে হয়েছিল। তারপর আয়ারল্যান্ডের কাছেও কয়েক সপ্তাহ আগে টি২০-তে হারতে হয়েছে পাকিস্তানকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan key players Prediction:

IND vs PAK key players: ভারত-পাক ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই (বিসিসিআই টুইটার)

ICC T20 World Cup 2024 Match 19, India vs Pakistan, key players: টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত মোকাবিলা করবে চিরশত্রু পাকিস্তানের। প্ৰথম ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়া জয় হাসিল করেছে ভারত। অন্যদিকে, পাকিস্তান আবার ডালাসে সুপার ওভারের থ্রিলারে হেরে বসেছে আয়োজক ইউএসএ-র বিপক্ষে।

Advertisment

২০২২-এ মেলবোর্নে ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল পাকিস্তান। তবে শেষরক্ষা করতে পারেনি সবুজ জার্সির দল। তারপর থেকে টি২০ ফরম্যাটে বারবার হোঁচট খেয়েছেন বাবররা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বি টিমের কাছে হারতে হয়েছিল। তারপর আয়ারল্যান্ডের কাছেও কয়েক সপ্তাহ আগে টি২০-তে হারতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপে পাক দল পা রেখেছে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হার হজম করে।

ভারত ফেভারিট হিসাবেই রবি-যুদ্ধে নামবে। তবে ভারত-পাক ম্যাচে আকর্ষণের কেন্দ্রে রয়েছে পিচ। যে কয়েকটি ম্যাচ খেলা হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সেখানে ব্যাটিং দলের নাভিশ্বাস উঠে গিয়েছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বিশাল চমক ভারতীয় দলে, পাকিস্তান ঘাতককে ফেরাল টিম ইন্ডিয়া! মজা বুঝবে বাবর বাহিনী

আগের ম্যাচে রোহিত শর্মা, ঋষভ পন্থরা বড় চোটের হাত থেকে রক্ষা পেয়েছেন। অনুশীলনেও রোহিত-কোহলি ইনজুরির আশঙ্কায় তটস্থ হয়ে ওঠে ভারতীয় শিবির। তারপর পাকিস্তান ম্যাচের একদিন আগে ভারত বেসরকারিভাবে পিচ নিয়ে অভিযোগ জানাতে বাধ্য হয়েছে।

ভারত বনাম পাকিস্তান মেগা লড়াইয়ে এই তিন তারকা মোড় ঘোরাতে পারেন। দেখে নেওয়া যাক:
বিরাট কোহলি: ইন্দো-পাক ম্যাচের সবথেকে বড় আকর্ষণ কে, তা অনুমান করা মোটেও দুরূহ নয়। এমসিজিতে পাকিস্তানের বিপক্ষে কোহলির ৮২ রানের ইনিংস সর্বকালের সেরা টি২০ ইনিংসের মর্যাদা পেয়ে গিয়েছে। তবে শুধু সেই ইনিংস-ই কোহলি বরাবর পাকিস্তানের কাঁটা হয়ে থেকেছেন। পাকিস্তান সামনে থাকলেই জ্বলে ওঠা অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিং কোহলি।
বিরাট কোহলি: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ-১০টি| রান: ৪৮৮| স্ট্রাইক রেট: ১২৩.৮৬| গড়: ৮১.৩৩

জসপ্রীত বুমরা
বুমরা পাকিস্তানের বিরুদ্ধে সেই অর্থে বেশি ম্যাচ খেলেননি। তবে ব্যাট হাতে কোহলি যদি পাকিস্তানের নাভিশ্বাস তুলে দেন, বল হাতে একই কাজ করেন জসপ্রীত বুমরা। পাকিস্তানের ব্যাটিং খুব একটা ছন্দে নেই। দলের ব্যাটিংয়ের নিউক্লিয়াস অনেকটাই বাবর আজম-মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির ওপর নির্ভরশীল। তবে বুমরার চতুরতা মাথা নুইয়ে দিতে পারে পাক ব্যাটিংয়ের।
জসপ্রীত বুমরা: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ- ৩টি| উইকেট: ২| ইকোনমি রেট ৬.২০| গড়: ৩১.০০

শাহিন আফ্রিদি
পাকিস্তানের একনম্বর বোলিং অস্ত্রের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ তিনি ধারাবাহিক নন। তিনি যেদিন ছন্দে থাকবেন, প্রতিপক্ষ ব্যাটারদের মাটি ধরিয়ে ছাড়বেন। ২০২১-এই ওয়ার্ল্ড কাপে ভারতীয় ব্যাটিংয়ে তুর্কি নাচন ধরিয়ে দিয়েছিলেন নতুন বল হাতে। পিচ থেকে সামান্যতম সাহায্য পেলেই ভারতীয় ড্রেসিংরুমে টেনশন হাজির করে দিতেই পারেন তিনি।
শাহিন শাহ আফ্রিদি: ভারতের বিরুদ্ধে ম্যাচ ২| উইকেট: ৩| ইকোনমি রেট: ৮.১৩| গড়: ২১.৬৭

Virat Kohli Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Jasprit Bumrah Indian Team T20 World Cup Pakistan Cricket Team Shaheen Afridi
Advertisment