Jasprit Bumrah against England: তিনি ব্যাটসম্যানদের কাছে প্রহেলিকা। তাঁর বোলিং ব্যাটারদের কাছে ধাঁধার জন্ম দেয়। তর্কাতীতভাবে জসপ্রীত বুমরা এই প্রজন্মের সেরা বোলার। তাঁকে বল হাতে ছুটতে দেখলেই নাভিশ্বাস উঠে যায় প্রতিপক্ষ দলের। সেই বুমরাই এবার অস্বস্তিতে পড়লেন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে।
ভারত একদম ল্যাজেগোবরে করে হারিয়েছে ইংল্যান্ডকে। সেই ম্যাচের দুর্ধর্ষ জয়ের পর জসপ্রীত বুমরাকে নজিরবিহীনভাবে অস্বস্তির মুখে পড়তে হল। আম্পায়ারের সঙ্গে করমর্দন করতে গিয়েছিলেন। তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল হাতে হাত মেলানোর জন্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, খেলা সমাপ্ত হওয়ার পর টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা আম্পায়ারের সঙ্গে সৌজন্যমূলক করমর্দন করেছেন। সেই সময়েই বুমরা এগিয়ে যান হাত মেলানোর জন্য। তবে আম্পায়ার তারকা বোলারকে উপেক্ষা করেই বাকিদের সঙ্গে করর্মদন পর্ব চালিয়ে যান। আসলে আম্পায়ারের নজর এড়িয়ে গিয়েছিল বুমরার হাত উঁচিয়ে রেখেছেন অনেকক্ষণ।
বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধেও যথারীতি বিধ্বংসী বুমরা। ২.৪ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে বুমরা তুলে নিয়েছেন দু-দুটি উইকেট। পাওয়ার প্লেতেই কাটারে ফিল সল্টকে তুলে নিয়েছিলেন। পরে এসে ফেরান ১৫ বলে ২১ করে ফেলা জোফরা আর্চারকে।
টসে জিতে প্ৰথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তবে এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। কোহলি-পন্থ সাততাড়াতাড়ি আউট হয়ে গেলেও সূর্যকুমার যাদব এবং রোহিত শর্মা দুর্ধর্ষ খেলে যান। বৃষ্টির পরে খেলা চালু হলে রোহিত এবং সূর্যকুমার দুজনেই আউট হয়ে যান। এরপরে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের ক্যামিওয় ভারত স্কোরবোর্ডে ১৭১ তুলে ফেলেছিল।
জবাবে ব্যাট করতে নেমে বাটলার এবং সল্ট ভালোই শুরু করেছিলেন। তবে চতুর্থ ওভারে অক্ষর প্যাটেল আক্রমণে আসার পরই ইংরেজ ব্যাটিংয়ে পতনের সূত্রপাত হয়ে যায়। নিজের পরপর তিন ওভারে প্ৰথম বলেই তিনটে উইকেট শিকার করেন অক্ষর। পাওয়ার প্লের পর ইংরেজদের মিডল অর্ডার তছনছ করে দেয় কুলদীপ যাদবের ঘূর্ণি। মাত্র কুলদীপ-অক্ষর তিনটে করে উইকেট নিয়ে যান। বুমরার সংগ্রহে জোড়া উইকেট।