Advertisment

Ravindra Jadeja retirement: কোহলি-রোহিতের পর অবসর আরও এক ভারতীয় তারকার! বড়সড় রত্ন হারাল টিম ইন্ডিয়া

Ravindra Jadeja t20I career: জাদেজা 74 টি-টোয়েন্টি খেলেছেন যাতে তিনি 21.05 গড়ে এবং 127.16 স্ট্রাইক রেটে 515 রান করতে সক্ষম হন। বল হাতে, তিনি 7.13 ইকোনমিতে 54 উইকেট শিকার করেন

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja

ক্রিকেট - ICC T20 বিশ্বকাপ 2024 - ফাইনাল - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস - 29 জুন, 2024 ভারতের রবীন্দ্র জাদেজা T20 বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে উদযাপন করছেন REUTERS/Ash Allen

Ravindra Jadeja t20I retirement: কোহলি-রোহিত টি২০ আন্তর্জাতিক ছেড়ে দেওয়ার কথা ট্রফি জয়ের সঙ্গেসঙ্গেই ঘোষণা করেছিলেন। সেই পথে এবার পা বাড়ালেন রবীন্দ্র জাদেজাও। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জাদেজা লিখলেন, "হৃদয় ভর্তি কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।"

Advertisment

আন্তর্জাতিক স্তরে ৭৪টি টি২০ খেলেছেন তারকা অলরাউন্ডার। ২১.০৫ গড়ে ৫১৫ রান করেছেন। ৭.১৩ ইকোনকি রেটে ৫৪ উইকেট শিকার করেছেন তিনি। জাদেজা জানিয়ে দিয়েছেন, অন্য ফরম্যাটের ক্রিকেটে অংশগ্রহণ তিনি চালিয়ে যাবেন।

"একটা গর্বে বলীয়ান ঘোড়ার মত দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। অন্য ফরম্যাটে এটা চালিয়ে যাব। টি২০ ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন সত্যি হল। এটা আমার আন্তর্জাতিক টি২০ কেরিয়ারের সর্বোচ্চ অংশ। তোমাদের সকলের স্মৃতি, উৎসাহ, অকুন্ঠ সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ।"

বিশ্বকাপে সমস্ত ম্যাচে খেললেও জাদেজা ব্যাটে-বলে সেভাবে প্রভাব ফেলতে পারেননি। গোটা টুর্নামেন্টে করেছেন মাত্র ৩৫ রান। গড় মাত্র ১১.৬৭। নিয়েছেন মাত্র একটি উইকেট।

দলে ফিট করতে পারেননি

জাতীয় দলের টি২০ সেট আপে দীর্ঘদিন অংশ হওয়া স্বত্ত্বেও ব্যাট হাতে কখনই সেভাবে প্রভাব ফেলার মত পারফর্ম করতে পারেননি। বিগ হিটার নন। তাই রেঞ্জ হিটিংয়ে বারবার আটকে পড়েছেন তিনি।

বরাবর ভারতীয় দলের ব্যাটিং অর্ডার তারকা খচিত প্লেয়ারে ভর্তি। তাই লোয়ার অর্ডারেই ব্যাট করতে হত জাদেজাকে।

বল হাতে জাদেজা বেশি স্বচ্ছন্দ রান আটকানোর ক্ষেত্রে। তবে ম্যাচ জেতানো স্পেল তাঁর আন্তর্জাতিক টি২০ কেরিয়ারে বিরল। পাওয়ার প্লেতে রোহিত এবার কোনও ম্যাচেই ভরসা করে বল তুলে দেননি জাদেজার হাতে। আন্তর্জাতিক স্তরে টি২০-র পাওয়ার প্লেতে জাদেজার উইকেট সংখ্যা মাত্র ৭টি। ইকোনমি রেট ৮.১৯।

Ravindra Jadeja Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment