Advertisment

Pakistan eliminated: হাঙ্গামার ভয়ে দেশে কি ফিরছে না পাকিস্তান! রেগে গিয়ে ভয়ঙ্কর আপডেট দিলেন এবার আকরাম

Pakistan knocked out of t20 World Cup 2024: রবিবার পাকিস্তান চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে পাকিস্তান সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছতে পারে। ইউএসএ ইতিমধ্যেই পাঁচ পয়েন্ট অর্জন করে ফেলেছে।

IE Bangla Sports Desk এবং Subhasish Hazra
New Update
Wasim Akram on Mohammad Rizwan and Babar Azam

Wasim Akram on Mohammad Rizwan and Babar Azam: বাবর-রিজওয়ানে ক্ষুব্ধ আকরাম (টুইটার)

Wasim Akram dig at Pakistan Cricket Team: শুক্রবার আকাশের দিকে নজর ছিল পাকিস্তানের। ইউএস বনাম আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল পাকিস্তানের শেষ আটে পৌঁছনোর স্বপ্ন। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যেতেই পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যায়। টি২০ বিশ্বকাপে প্ৰথমবারের মত অংশ নিয়েই ইতিহাস গড়ে সুপার এইটে পৌঁছে যায় ইউএসএ।

Advertisment

পাকিস্তানের এই শোচনীয় বিদায়ে আর রাখঢাক করেননি ওয়াসিম আকরাম। পাক কিংবদন্তি একদম সপাটে আক্রমণ শানিয়ে বলে দিয়েছেন, "পাকিস্তান, তোমাদের তোমাদের পরবর্তী প্ল্যানিং কী? EK 601 ফ্লাইট ধরে দুবাই এবং সেখান থেকে নিজেদের শহরে পদার্পণ করবে? দেখা যাক কী হয়!"

পাকিস্তানকে নিয়ে ব্যঙ্গ করার পাশাপাশি মোনাঙ্ক প্যাটেলদের ইউএসএ দলকে অভিনন্দন জানিয়েছেন পাক কিংবদন্তি। তিনি বলেন, "ইউএসএ দলকে শুভেচ্ছা। ক্রিকেটের বিশ্বজনীন ব্যাপ্তির কথা যদি বলি, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। ইউএসএ শেষ আটে কোয়ালিফাই করে ফেলল। ওঁরা এই জায়গায় যাওয়ার যোগ্য। পাকিস্তানকে গ্রুপ ম্যাচে হারাল।"

রবিবার পাকিস্তান চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে নামবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে পাকিস্তান সর্বোচ্চ ৪ পয়েন্টে পৌঁছতে পারে। ইউএসএ ইতিমধ্যেই পাঁচ পয়েন্ট অর্জন করে ফেলেছে।

আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে গিয়ে ব্যবসার কাজে টিম ইন্ডিয়া তারকা! রোহিতের সঙ্গে ‘ঝামেলায়’ দল ছাড়তে হল শেষমেষ

অন্য এক পাকিস্তানি তারকা আহমেদ শেহজাদ সরাসরি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, ফখর জামান, হ্যারিস রউফদের মত সিনিয়রদের বাদ দিতে বলেছেন। গলা চড়িয়ে শেহজাদ জিও নিউজে বলে দিয়েছেন, "গত পাঁচ বছর ধরে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, ফখর জামান, হ্যারিস রউফরা একসঙ্গে থেকেছেন জাতীয় দলে। অনেক সুযোগ দেওয়া হয়েছে ওঁদের। ওঁরা পারফর্ম করতে পারেনি।"

আরও পড়ুন: নেপালের হারে স্বস্তি, তবু সুপার-৮ নিশ্চিত নয় বাংলাদেশের! টাইগারদের গর্জনে থাবা বসাতে পারে নেদারল্যান্ডস

পাকিস্তানের বিশ্বকাপের সূচনা একদমই মনের মত হয়নি। ইউএসএ-র বিরুদ্ধে নাটকীয় সুপার ওভারে হার হজম করার মাধ্যমে বিশ্বকাপ অভিযান শুরু করে পাক দল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ম্যাচের অধিকাংশ সময়ই কর্তৃত্ব ছিল পাকিস্তানের। তবে শেষদিকে জসপ্রীত বুমরার একটা ভয়াবহ স্পেল সব ওলট পালট করে দেয়। ভারতের কাছে ৭ রানে হার হজম করতে হয়।

কানাডার বিরুদ্ধে জিতে নিজেদের সুপার এইটের আশা জাগিয়ে রাখলেও শেষে ফ্লোরিডার আবহাওয়া পাকিস্তানের ছিটকে যাওয়া নিশ্চিত করে দেয়।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment