Advertisment

একের পর এক ম্যাচে জঘন্য পারফরম্যান্স! বিশ্বকাপের মাঝেই ছাঁটাই টিম ইন্ডিয়ার দুই সুপারস্টার

একের পর এক ম্যাচ ব্যর্থ হয়েছেন দুই তারকা, তাই ছেঁটে ফেলা হল ভারতের দুই সুপারস্টারকে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপে অনেক আশা জাগিয়ে নেওয়া হয়েছিল দুই বর্ষীয়ান তারকাকে। তবে অশ্বিন এবং দীনেশ কার্তিক দুজনেই টিম ম্যানেজমেন্টকে চরম হতাশ করেছেন। তাই বিশ্বকাপের পরেই ছেঁটে ফেলা হচ্ছে দুই অভিজ্ঞ তারকাকে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে রাখা হয়নি অশ্বিন, কার্তিককে।

Advertisment

২০২২-এ জাতীয় দলের হয়ে ২৭টি টি২০ ম্যাচ খেলেছেন কার্তিক। কার্তিকের জন্যই প্ৰথম একাদশে বাদ পড়েছেন ঋষভ পন্থের মত তারকা। অন্যদিকে, চার বছর পর জাতীয় টি২০ দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটেছিল অশ্বিনের। গত বছর আমিরশাহি বিশ্বকাপে রোহিত শর্মার জোরাজুরির পর নেওয়া হয় অশ্বিনকে। তবে টানা খেলানো হলেও সেভাবে ভরসা জাগানোর মত পারফরম্যান্স করতে পারেননি দুই বর্ষীয়ান তারকা।

আরও পড়ুন: পাকিস্তানকে ছিটকে দিতে ইচ্ছাকৃত ম্যাচ হেরেছে ভারত! কোহলিদের বিতর্কের বারুদে ঠুসলেন কিংবদন্তি

চেতনা শর্মার নির্বাচনী প্যানেল সোমবার দুই তারকাকেই বাইরে রাখায় কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে অশ্বিন এবং কার্তিকের টি২০ কেরিয়ার সম্ভবত শেষ। ২০২৪-এ ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপের আসর বসবে। সেই বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই দলের রূপান্তর পর্ব চালু করতে চাইছেন নির্বাচকরা।

২০১৯-এর বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় ঘটেছিল কার্তিকের। এবার ২০২২-এর টি২০ বিশ্বকাপ সম্ভবত কার্তিকের টি২০ কেরিয়ারে ফুলস্টপ ফেলে দিল। দক্ষিণ আফ্রিকা ম্যাচই হয়ত কার্তিকের শেষ ম্যাচ হয়ে গিয়েছে। সেই ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানকে। বদলে পন্থ উইকেটকিপিং করেছিলেন।

আরও পড়ুন: একী পারফরম্যান্স কোহলির! মাঠেই বিরক্তি প্রকাশ রোহিত-অশ্বিনের, দেখুন বিষ্ফোরক ভিডিও

চেতন শর্মা দল বাছাইয়ের পরে জানিয়ে দিয়েছেন, "আগামী কয়েকদিনের মধ্যেই ওয়ার্ল্ড কাপ শেষ হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিতে চলেছি, কাকে বিশ্রামে পাঠানো হবে। কাকে নয়। কার্তিক ভালো খেলেছে। এখনও খেলতে চায়। তবে ওয়ার্ল্ড কাপের পর আমরা নতুন প্লেয়ারদের অন্তর্ভুক্ত করতে চাই।"

কার্তিককও ফিনিশার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। ভারতের দল গঠন থেকেই পরিষ্কার ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া এবং সঞ্জু স্যামসনকে ফিনিশারের ভূমিকায় ভাবা হচ্ছে। শুভমান গিলকে দলে রেখে অফফর্মে থাকা কেএল রাহুলের ওপর চাপ বাড়ানো হল।

নতুন মুখের ভারতীয় টি২০ স্কোয়াডেও জায়গা হচ্ছে না মুম্বইয়ের হয়ে তুখোড় ফর্মে থাকা পৃথ্বী শ এবং সরফরাজ খানের। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সরফরাজ ৪৭.৫০ গড়ে, ১৯১.২৮ স্ট্রাইক রেট সমেত এখনও পর্যন্ত ২৮৫ রান করেছেন। অন্যদিকে, গত রঞ্জিতে সরফরাজ চারটে হান্ড্রেড সহ ৯২২ রান করেন। চেতন শর্মা বলেছেন জাতীয় দলে ডাক পাওয়ার জন্য সরফরাজকে আরও পরিশ্রম করতে হবে।

নিউজিল্যান্ডে টি২০ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে, ওয়ানডে দলের নেতা হচ্ছেন শিখর ধাওয়ান। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল সহ বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বকাপের পর কিউই সিরিজ থেকে। বাংলাদেশ সফরে রোহিত শর্মা পূর্ণ শক্তির দল নিয়েই টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব দেবেন। রবীন্দ্র জাদেজা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে প্রত্যাবর্তন ঘটাবেন বাংলাদেশেই। টি২০ স্কোয়াডে কুলদীপ সেন এবং ইয়াশ দয়াল প্ৰথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন। ফেরানো হয়েছে ভারতের দ্রুততম পেসার উমরান মালিককেও।

Dinesh Karthik Ravichandran Ashwin Indian Cricket Team
Advertisment