Advertisment

ছিল রুমাল হয়ে গেল লাঠি! উইকেট নিয়ে মাঠেই ম্য়াজিক দেখালেন তাবরেজ শামসি

তাবরেজ শামসি বোলার হিসাবে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি বাইশ গজে। কিন্তু নিজেকে চেনাচ্ছেন উইকেট নেওয়ার পর নিত্য়নতুন ভঙ্গিমায় সেলিব্রেশন করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tabraiz Shamsi celebrates wicket with a crazy magic trick on the field Sports

ছিল রুমাল হয়ে গেল লাঠি! উইকেট নিয়ে মাঠেই ম্য়াজিক দেখালেন তাবরেজ শামসি

শেষ তিন বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাবরেজ শামসি। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার বোলার হিসাবে এখনও সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি বাইশ গজে। কিন্তু বছর ২৯ বছরের জোহানেসবার্গের বাসিন্দা নিজেকে চেনাচ্ছেন উইকেট নেওয়ার পর নিত্য়নতুন ভঙ্গিমায় সেলিব্রেশন করে।

Advertisment

কখনও ‘শু সেলিব্রেশন’ তো কখনও ম্য়াজিক ট্রিক। শামশি এই মুহূর্তে খেলছেন মানসি সুপার লিগ (এমএসএল)। শেষ দু’বছর হলো দক্ষিণ আফ্রিকায় এই টি-২০ টুর্নামেন্ট শুরু হয়েছে। পার্ল রকস বনাম ডারবান হিটের ম্য়াচ চলাকালীন ফের একবার খবরের শিরোনামে এসেছেন শামসি। তাঁর বলে স্টেপআউট করে মারতে গিয়ে উইহাব লুব লোপ্পা ক্য়াচ দিয়ে বসেন হার্ডাস ভিলজোয়েনের হাতে।

আরও পড়ুন-গেইলের কান্না দেখে হেসে ফেললেন আম্পায়ার!

উইকেট পাওয়ার পরই শামসি মাঠের মধ্য়ে ম্য়াজিক দেখালেন। তাঁর পকেট থেকে একটি লাল রুমাল বার করে সেটিকে হাওয়ায় দোলালেন, আর রুমালটা সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। তাঁর এই ট্রিক দেখে নেটিজেনরা তাজ্জব। ভাইরাল হয়ে গেল এই ভিডিও।

গত সেপ্টেম্বরেও শামসি চমকে দিয়েছিলেন ভারতে এসে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে নয় উইকেটে হারিয়ে তিন ম্য়াচের টি-২০ সিরিজ ১-১ শেষ করেছিল প্রোটিয়া। এই ম্য়াচে শামসিকে দু’টি ছক্কা হাঁকিয়েছিলেন শিখর ধাওয়ান।

আরও পড়ুন-সে রাতে মাঠ থেকে কাকে ফোন করেছিলেন শামসি?

গব্বরকে আউট করার পর তারই বদলা নিয়েছিলেন শামসি। টাইমিং ভুল করায় ধাওয়ান তেম্বা বাভুমার হাতে ধরা পড়ে গিয়েছিলেন। ধাওয়ানকে ফেরানোর পরেই শামসি বিচিত্র ‘শু সেলিব্রেশন’ করেন। পায়ের জুতোটা খুলে হাতে নিয়ে নেন তিনি। তারপর সেটাকে টেলিফোনের মতো কানের কাছে ধরেন। সেই সেলিব্রেশন নিয়েও চর্চা হয়েছিল মাস তিনেক আগে।

Advertisment