Advertisment

ভারতের নতুন ধোনি ইনি, ভাবছেন ঋষভ পন্থ! একদম ভুল

চমকপ্রদ উত্থানে জগদীশনের জায়গা মেলে চেন্নাই সুপার কিংস দলেও। সেখানেই ধোনি, হাসিদের সঙ্গে সান্নিধ্যে এসেছেন। ধোনিকেই নিজের আদর্শ মানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ধোনি সবসময় নতুন ক্রিকেটারদের সাহায্য করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
N Jagadeesan and ms dhoni

মহেন্দ্র সিং ধোনি এবং জগদীশন (টুইটার)

মহেন্দ্র সিং ধোনি যে কয়েক মাস পরেই অবসরের গোলার্ধে চলে যাবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে তাঁর পরিবর্ত হিসেবে ধরা হচ্ছে ঋষভ পন্থকে। পাশাপাশি হিসেবের মধ্যে রাখা হচ্ছে ঈশান কিষান, সঞ্জু স্যামসান এমনকি দীনেশ কার্তিককেও। আইপিএল মাতালেও ব্যাট হাতে এখনও জাতীয় দলের জার্সিতে সেরকমভাবে প্রভাব ফেলতে পারেননি দিল্লির তারকা ওপেনার-ব্য়াটসম্যান। বিশ্বকাপে পরিবর্ত হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আহামরি পারফরম্যান্স দেখাতে পারেননি। পাশাপাশি, ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম দুই টি টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন ঋষভ। এমন পরিস্থিতিতে ঋষভ পন্থকে বসিয়ে দেওয়া দাবি আরও জোরালো হয়েছে।

Advertisment

তবে নির্বাচকদের গুডবুকে উঠে এসেছে তামিলনাড়ুরই উইকেটকিপার ব্যাটসম্যান নারায়ণ জগদীশন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে উইকেটের পিছনে তো বটেই উইকেটের সামনেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য ফর্মে রয়েছেন তিনি। দিন্দিগুল ড্রাগনস-এর হয়ে ১০০০-এর বেশি রান করেছেন। চলতি টুর্নামেন্টে তাঁর রানসংখ্যা ৩৪০ রান। তিনিই আপাতত সর্বোচ্চ রান সংগ্রাহক। একের পরে এক ম্যাচে কার্যত একাই ব্যাট হাতে দলকে টানছেন কোয়েম্বাত্তুরের এই ব্যাটসম্যান-উইকেটরক্ষক। রঞ্জিতে অভিষেকেই শতরান হাকিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

কাশ্মীরে মোদী সরকারের পাশেই পাঠান, বিস্ফোরক মন্তব্যে টেনে আনলেন ধর্মও

কেকেআরের মন্দ-ভাগ্য! দুই ক্রিকেটার ছাড়ার মুখে নাইট-সংসার

ধাওয়ানের স্ত্রী-র মাথায় কেন সবসময়েই টুপি! কারণ জেনে রাখুন

তাঁর চমকপ্রদ উত্থানে জায়গা মেলে চেন্নাই সুপার কিংস দলেও। সেখানেই ধোনি, হাসিদের সঙ্গে সান্নিধ্যে এসেছেন। ধোনিকেই নিজের আদর্শ মানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ধোনি সবসময় নতুন ক্রিকেটারদের সাহায্য করেন। উইকেটকিপিং নিয়ে কোনও প্রশ্ন থাকলেই ধোনির কাছে গিয়েছি। উনি আমাকে সাহায্য করেছেন। যেভাবে ধোনি স্টাম্প করেন পলকের মধ্যে, সেটা কার্যত অবিশ্বাস্য। ধোনির মতো দ্রুত গতিতে স্টাম্পিং তো বটেই ওঁর মতো ম্যাচ ফিনিশ করেও আসতে চাই।"

ঠিক সেটাই করছেন ধারাবাহিকভাবে, নিয়মিত। আইপিএলে ধোনির সাহচর্যের পাশাপাশি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে জগদীশন আবার অশ্বিনকে পাশে পেয়েছেন। জাতীয় দলের তারকা স্পিনারের বিষয়ে বলতে গিয়ে জগদীশন বলেছেন, "অধিনায়ক হিসেবে অশ্বিন বরাবর নতুন নতুন ধারণার উদ্ভাবন করে। একই সঙ্গে অশ্বিন তরুণ তারকাদের বরাবর উদ্বুব্ধ করেন। অশ্বিনকে একই দলে পাওয়াটা ভীষণই পজিটিভ দিক। যে কোনও পরিস্থিতি তৈরি হোক না কেন, অশ্বিন সবসময় নতুনদের গাইড করতে প্রস্তুত থাকেন।"

জগদীশনের উত্থানে নির্বাচকদের সামনে ধোনির বিকল্প হিসেবে আরও যে একটা অপশন যোগ হল, তাতে সন্দেহ নেই।

MS DHONI
Advertisment