/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/MS-Dhoni-3.jpg)
Dhoni:মহেন্দ্র সিং ধোনি। (ফাইল ছবি)
Indian fast bowler varun aaron: দীর্ঘ চোট-আঘাতে ভোগার পর ৯টি টেস্ট এবং ৯টি ওয়ান ডে খেলা ক্রিকেটার অবসর নিলেন। এমএস ধোনির অত্যন্ত কাছের মানুষ ছিলেন এই ক্রিকেটার। শুক্রবার সেই ফাস্ট বোলার বরুণ অ্যারন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর ভক্তদের অবসরের সিদ্ধান্তের কথা জানান। বরুণ তাঁর কেরিয়ারে টেস্টের ১৪ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, ৯টি ওয়ানডেতে তাঁর নামে ১১ উইকেট আছে।
টেস্টের ১৪ ইনিংসে বরুণের ইকোনমি রেট ৪.৭৭। টেস্ট ম্যাচে তাঁর সেরা পারফরম্যান্স ছিল ৯৭ রানে ৩ উইকেট। ওয়ানডেতে, বরুণের ইকোনমি রেট ৬.৬১। ওয়ানডেতে তাঁর সেরা পারফরম্যান্স ২৪ রানে ৩ উইকেট। বরুণ ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতেন। চোট-আঘাতের জন্য এই ক্রিকেটার দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। ইনজুরির কারণে তাঁর কেরিয়ার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১১ সালের নভেম্বরে তাঁর টেস্ট অভিষেক হয়েছিল। ২০১৫ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর কেরিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন বরুণ। ২০১১ সালের ২৩ অক্টোবর, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর ওডিআই অভিষেক হয়েছিল। কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪ সালের ২ নভেম্বর তিনি কেরিয়ারের শেষ ওডিআই ম্যাচ খেলেন।
সোশ্যাল মিডিয়ায় বরুণ লিখেছেন, 'গত ২০ বছর ধরে আমি ফাস্ট বোলিং করছি। এই ফাস্ট বোলিংয়েই নিঃশ্বাস নিচ্ছি আর উন্নতি করছি। আজ, অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে আমি আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্বমূলক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করছি। ঈশ্বর, পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ এবং ভক্তদের ছাড়া আমার এই যাত্রা সম্ভব হত না।'
ইনজুরি প্রসঙ্গে বরুণ বলেন, 'কয়েক বছর ধরেই আমি শারীরিক ও মানসিক সীমাবদ্ধতায় ভুগেছি। কেরিয়ারে বহুবার ইনজুরি কাটিয়ে ফিরে এসেছি। জাতীয় ক্রিকেট একাডেমিতে আমার ফিজিও, প্রশিক্ষক ও কোচদের অক্লান্ত পরিশ্রমের জন্যই সেটা সম্ভব হয়েছে।'
আরও পড়ুন- একদিনের ম্যাচে খেলার অভিজ্ঞতা নেই, তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ?
সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও বরুণ জানিয়েছেন। তিনি বলেন, 'অবসরের পর এখন আমি জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করব। এখন সেই অপেক্ষায় আছি। সেই খেলার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকব, যা আমাকে সবকিছু দিয়েছে। ফাস্ট বোলিং আমার প্রথম প্রেম। আমি খেলোয়াড় হিসেবে মাঠের বাইরে গেলেও ফাস্ট বোলিং সবসময় আমার জীবনের একটা অংশ হয়ে থাকবে।'