/indian-express-bangla/media/media_files/2025/08/31/cricket-news-2025-08-31-22-11-54.jpg)
ছবিটি প্রতীকী
Tamim Iqbal: বাংলাদেশ ক্রিকেট দলের (Bangladesh Cricket Team) প্রাক্তন অধিনায়ক তথা তারকা ওপেনার তামিম ইকবাল এবার ক্রিকেট প্রশাসনে পা রাখতে চলেছেন। একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, টাইগারবাহিনীর এই স্বনামধন্য ক্রিকেটার আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে পদপ্রার্থী হবেন বলে মনস্থির করেছেন।
Bangladesh Cricket: শান্তর বদলে লিটনেই ভরসা BCB-র, ইন্ডিয়া সিরিজের আগে নয়া ক্যাপ্টেন বাংলাদেশের
একটা সংক্ষিপ্ত কামব্যাকের পর ২০২৫ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম। একথা অস্বীকার করার অবকাশ নেই, বাংলাদেশ দলে অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ক্রিকেটার ছিলেন তিনি।
আপাতত যে প্রক্রিয়ার মাধ্যমে তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে লড়াই করবেন, সেটার উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছেন তিনি।
পিছিয়ে যেতে পারে নির্বাচন
ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নাকি পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে অ্যাড-হক কমিটি গঠন করতেও সময় লাগবে। আপাতত BCB-র বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই দায়িত্বটা পালন করে যাবেন। পাশাপাশি বুলবুলকে আপাতত ডিরেক্টর পদে বহাল থাকার সবুজ সংকেত ইতিমধ্যে দিয়ে দিয়েছে জাতীয় স্পোর্টস কাউন্সিল। সেইসঙ্গে তিনি আগামী প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করতে পারবেন।
অন্য়দিকে আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই স্পষ্ট ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সূচি অনুসারেই নাকি এই নির্বাচন আয়োজন করা হবে।
আপাতত আগামী সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে, এই বৈঠকের পরই নির্বাচনের চূড়ান্ত নীল-নকশা ঘোষণা করা হবে। দিন যত এগিয়ে আসছে, নির্বাচনের পারদ ততই যেন চড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে তামিম ইকবাল শেষপর্যন্ত ভোটে দাঁড়ান কি না, সেটাই আপাতত দেখার।