Advertisment

Tamim Iqbal-Alex Hales: সিলেটের মাঠে 'কুকীর্তি'তেও হেলদোল নেই একবগ্গা তামিমের, দরকার হলে ফের একই আচরণের হুঁশিয়ারি

Tamim Iqbal-Alex Hales: অ্যালেক্স হেলসের কথায়, 'ও খুব অভদ্র আচরণ করেছে। সত্যিই খুব লজ্জার ব্যাপার। মাঠের ব্যাপার মাঠেই শেষ হওয়া উচিত। খেলার পরও যদি এসব ঘটে, সত্যিই দুঃখজনক।'

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim Iqbal-Alex Hales: তামিম ইকবাল ও অ্যালেক্স হেলস।

Tamim Iqbal-Alex Hales: তামিম ইকবাল ও অ্যালেক্স হেলস। (ছবি- টুইটার)

Tamim Iqbal has no regrets: তামিম ইকবালের সঙ্গে মাঠে তাঁর চূড়ান্ত কথা কাটাকাটি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগ। কী হয়েছে, অনেকেই বুঝতে পারছেন না। মাঠে যাঁরা ছিলেন, তাঁদেরও অনেকে বলছেন- 'জানি না কী হয়েছে!' এবার সেই ব্যাপারে মুখ খুললেন অ্যালেক্স হেলস। তাঁর দাবি, 'তামিম জিজ্ঞাসা করছিল, আমি কি এখনও মাদক খেয়ে আছি?' রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে পালটা মুখ খুলেছেন তামিমও। তিনি বলেছেন, 'হেলস তো ইমনকে গালাগালি করেছে। সবাই টিভিতে দেখেছে। আজকে আবার ওঁকে নিয়ে উপহাসও করেছে।'

Advertisment

এই ঘটনার সূত্রপাত রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলাকালীন। ওই ম্যাচে ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় অ্যালেক্স হেলস এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড় তামিম ইকবালের মধ্যে ঝগড়া-ঝাঁটি হয়। খেলার শেষ ওভারে রাইডার্সের ২৬ রানের দরকার ছিল। রাইডার্স অধিনায়ক নুরুল হাসান জয়ের জন্য প্রয়োজনীয় ৩০ রান তুলে নেন। 

এই খেলার পরেই তামিম আর হেলসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সে নিয়ে হেলস সংবাদমাধ্যমে বলেছেন, 'ও জিজ্ঞাসা করছিল, মাদকের জন্য ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার আমি কি লজ্জিত? আমি কি এখনও মাদক সেবন করছি? ও খুব অভদ্র আচরণ করেছে। সত্যিই খুব লজ্জার ব্যাপার। মাঠের ব্যাপার মাঠেই শেষ হওয়া উচিত। খেলার পরও যদি এসব ঘটে, সত্যিই দুঃখজনক।'

২০১৯ সালে চুক্তি ভেঙে মাদক ব্যবহারের জন্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) হেলসকে সমস্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে বরখাস্ত করে। এর আগে ২০১৭-র সেপ্টেম্বরে ব্রিস্টলের এক নাইটক্লাবের বাইরে এক ঘটনার জেরে হেলসকে সাসপেন্ড করা হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ তারকাকে বিচারের সময় মারামারির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আর তাঁর সতীর্থ বেন স্টোকসের বিরুদ্ধেও কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি।

Advertisment

সে যাই হোক। এবারের ঘটনা নিয়ে তামিম এক ইউটিউব চ্যানেলে অন্য অভিযোগ করেছেন। তিনি বলেছেন, 'হেলস ইমনকে গালাগালি করেছে। সেটা টিভিতে দেখা গেছে। ও আজ আবার ওঁকে উপহাসও করেছে। ভিডিওতেই দেখা গেছে, জয়ের পরে রংপুরের খেলোয়াড়রা নুরুলের  দিকে ছুটে যাচ্ছিল। সেই সময় হেলস আমার দিকে তাকিয়ে উপহাস করছিল। মনে হচ্ছিল যেন ও মারামারি করতে চাইছে।'

সে যাই হোক। এবারের ঘটনা নিয়ে তামিম এক ইউটিউব চ্যানেলে অন্য অভিযোগ করেছেন। তিনি বলেছেন, 'হেলস ইমনকে গালাগালি করেছে। সেটা টিভিতে দেখা গেছে। ও আজ আবার ওঁকে উপহাসও করেছে। ভিডিওতেই দেখা গেছে, জয়ের পরে রংপুরের খেলোয়াড়রা নুরুলের  দিকে ছুটে যাচ্ছিল। সেই সময় হেলস আমার দিকে তাকিয়ে উপহাস করছিল। মনে হচ্ছিল যেন ও মারামারি করতে চাইছে। পরে আবার ও ইমনকে অপমান করে। তখনই আমি বন্ধুর পাশে দাঁড়াই। এনিয়ে আমার কোনও অনুশোচনা নেই। আমি একা বলিনি। ও অনেক উলটোপালটা বলেছে।'

আরও পড়ুন- বীরপূজাতেই সিরিজ ফসকাচ্ছে ভারতের! আগরকরকে নির্বাচনের অ-আ-ক-খ শেখালেন মঞ্জরেকর

তামিম আরও বলেন, 'আমি ওঁর ওপর নিষেধাজ্ঞা জারির কথা জানতামই না। ওঁকে আমি সেভাবে চিনিই না। শুনেছিলাম, ওঁর বিরুদ্ধে ইংল্যান্ডে অনেক অভিযোগ আছে। যদি কেউ আমার বা আমার দল সম্পর্কে কিছু বলে, আমি সবসময় প্রতিবাদ করব। সে টিভিতে আমাকে যেভাবেই দেখানো হোক না কেন!'

cricket Tamim Iqbal Bangladesh Premier League (BPL) sports Cricket News
Advertisment