সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছে। তাই শেষ ম্যাচে কলকাতায় দলে বেশ কিছু পরিবর্তন আনল টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রোহিতের একাদশ থেকে এবার বিশ্রাম দেওয়া হল কেএল রাহুল এবং রবিচন্দ্রন অশ্বিনকে। বদলে দলে এলেন ঈশান কিষান এবং যুজবেন্দ্র চাহাল।
টসে তৃতীয় ম্যাচেও জিতলেন ক্যাপ্টেন রোহিত। তবে এবার শিশির ফ্যাক্টরকে উড়িয়েই প্ৰথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। জয়পুর এবং রাঁচিতে দুই ম্যাচেই রোহিত ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগেই বড় ঘটনা! ইডেন এলাকায় গ্রেফতার ১১জন
শিশিরের জন্য যেখানে টসে জিতে বোলিং করাই দস্তুর সেখানে কেন প্ৰথমে ব্যাট করছে ভারত! রোহিত জানালেন, পিচ বেশ আঠালো। ব্যাটিং ইউনিট হিসাবে নিজেদের চ্যালেঞ্জিং পরিস্থিতির সামনে ফেলতে চাই আমরা। দেখা যাক, আমরা কীভাবে খেলি।"
ব্যাটসম্যানদের সঙ্গেও দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের যুঝতে হবে শিশিরের সঙ্গে। রোহিত বলছেন, "আমাদের বোলাররা ব্যাটসম্যানদের তোলা রান কীভাবে রণকৌশল সাজিয়ে ডিফেন্ড করে, সেটা আমরা নজরে রাখব।"
সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। এমন অবস্থায় দ্রাবিড়-রোহিত ইডেনে কোনও পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেন কিনা, সেদিকে নজর ছিল সকলের। রোহিতের কথাবার্তাতেই স্পষ্ট শেষ ম্যাচে তরুণ ব্রিগেডের সামনে চ্যালেঞ্জ খাড়া করেই এগোতে চাইছে টিম ইন্ডিয়া।
কেএল রাহুলের জায়গায় ঈশান কিষান আপাতত ইডেনে ওপেন করবেন ক্যাপ্টেন রোহিতের সঙ্গে। অশ্বিনের বদলে দলে অবশেষে চাহাল। বিশ্বকাপে সুযোগ জোটেনি ছাহালের। কলকাতাতেই জাতীয় দলের একাদশে প্রত্যাবর্তন ঘটল তারকার। নিউজিল্যান্ড আবার শেষ টি২০-তে মিচেল স্যান্টনারকে অধিনায়ক করে খেলতে নামল। টিম সাউদি বাইরে, দলে লকি ফার্গুসন। এই একটাই বদল ঘটিয়ে ইডেনে খেলতে নামল কিউয়িরা।
ভারতের প্রথম একাদশ:
ঈশান কিষান, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, হর্ষল প্যাটেল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন