Shikhar Dhawan in Nepal Premiere League: অবসর নেওয়ার পর আবার-ও ক্রিকেটে ফিরছেন শিখর ধাওয়ান। জাতীয় দলের প্রাক্তন তারকা ওপেনারকে নেপাল প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। কার্নাল ইয়াকস দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাঁকে। তিনি দলে চতুর্থ বিদেশি হিসাবে যোগ দিচ্ছেন।
শিখরের সঙ্গেই দলের বাকি বিদেশিরা হলেন চ্যাডউইক ওয়াল্টন, পাকিস্তানের হুসেইন তালাত, হংকংয়ের বাবর হায়াৎ। শিখরই দলের সবথেকে নামি তারকা। শিখরের কার্নাল স্কোয়াডে যোগদান দলের শক্তিই শুধু বাড়াল, তাই নয়, বরং গোটা টুর্নামেন্টের জৌলুস বাড়িয়ে দিল একধাক্কায়। এমনটাই ধারণা ক্রিকেট মহলের।
এই প্ৰথমবার নেপালি প্রিমিয়ার লিগ আয়োজিত হতে চলেছে যেখানে মার্টিন গাপটিল, জিমি নিশাম, বেন কাটিংয়ের মত আন্তর্জাতিক তারকারা অংশ নেবেন। নভেম্বরের ৩০ থেকে শুরু হয়ে এই লিগ চলবে ডিসেম্বরের ২১ পর্যন্ত। সমস্ত ম্যাচই হবে রাজধানী কাঠমান্ডুতে যেখানে ধাওয়ানকে মাতাতে দেখা যাবে।
চলতি বছরের অগস্টে ধাওয়ান আন্তর্জাতিক এবং ঘরোয়া দুই পর্যায়ের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন। গত এপ্রিলে পাঞ্জাব কিংসের হয়ে শেষ প্রতিদ্বন্দিতামূলক ম্যাচে অংশ নিয়েছেন। দেশের হয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া পর্যায়ে অবসর নেওয়ায় পরেই বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ ধাওয়ান নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ওপেনারের মর্যাদা পেতেন।
শিখর ধাওয়ান ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। একদিনের ক্রিকেটে তাঁর রানের গড় ৪৪.১। স্ট্রাইক রেট ৯১.৩৫। করেছেন ৬,৭৯৩ রান। ৬৮ টি২০ ম্যাচে তাঁর রানের গড় ২৭.৯। স্ট্রাইক রেট ১২৬.৪। করেছেন ১,৭৫৯ রান। আইপিএলে তিনি ২২১ ইনিংসে ৩৫.২ গড়ে এবং ১২৭.১ স্ট্রাইক রেটে ৬,৭৬৯ রান করেছেন।