Advertisment

Ajay Ratra replaces Salil Ankola as BCCI selector: টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাকে বড় দায়িত্ব জয় শাহের বোর্ডের! রোহিত-কোহলিদের ভাগ্য নির্ধারণ করবেন ইনিই

Ajay Ratra in BCCI selection committee: টিম ইন্ডিয়ায় প্রাক্তন তারকা কিপার-ব্যাটার অজয় রাত্রাকে নির্বাচক কমিটির সদস্য হিসাবে নিয়োগ করল ক্রিকেট উপদেষ্টা সংস্থা। তিনি সলিল আঙ্কলার স্থলভিষিক্ত হলেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India New Head Coach: টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ

Team India-Jay Shah: জয় শাহ বিসিসিআইয়ের সচিব পদে রয়েছেন। (ছবি- টুইটার)

Ajay Ratra, BCCI, selection committee: ভারতীয় নির্বাচক কমিটির নতুন সদস্য হলেন অজয় রাত্রা। প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রাত্রার জাতীয় দলে অভিষেক হয়েছিল ২০০২ সালে। তারপর থেকে তিনি ৬টি টেস্ট এবং ১২টি একদিনের ম্যাচ খেলেছেন। সেই রাত্রাকেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর ক্রিকেট উপদেষ্টা কমিটি (CAC) মঙ্গলবার সলিল আনকোলার স্থলাভিষিক্ত করেছে। রাত্রা প্রধান নির্বাচক অজিত আগারকারের অধীনে কাজ করবেন। আর, কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে দল নির্বাচনে যোগ দেবেন। কমিটির বাকিরা হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরন শরত।

Advertisment

প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রাত্রা ৯০টিরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। প্রায় ৪,০০০ রান করেছেন। হরিয়ানার হয়ে ২৪০-এরও বেশিবার ব্যাটারকে আউট করেছেন। তিনি ২০০২-০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ১১৫ রান করেছিলেন। টেস্ট সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ উইকেটরক্ষকের নজির গড়েছিলেন। বিদেশের মাটিতে সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় উইকেটরক্ষকও ছিলেন তিনি।     

রাত্রা ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। এই দল ২০০০ সালে যুব বিশ্বকাপ জিতেছিল। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'একজন নির্বাচক হিসেবে অজয় রাত্রা আগামী প্রজন্মের ক্রিকেটারদের চিহ্নিত করতে এবং তাঁদের তুলে আনতে বড় ভূমিকা নেবেন। তিনি নির্বাচক কমিটির বর্তমান সদস্যদের সঙ্গে কাজ করবেন। সেই সব খেলোয়াড়দের বেছে নেবেন, যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে। তাঁর অন্তর্দৃষ্টি কমিটির জন্য সহায়ক হবে। যাতে সেরা প্রতিভা চিহ্নিত করা যায়, লালনপালন করা হয় এবং সর্বোচ্চ স্তরে দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া যায়, তা নিশ্চিত করবে।'

আরও পড়ুন- এবার টার্গেট ভারত! পাকিস্তানকে উড়িয়ে দিয়ে রোহিতদের হুঁশিয়ারি টাইগার ক্যাপ্টেন শান্তর

এর আগে রাত্রা অসম, পঞ্জাব এবং উত্তরপ্রদেশের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় টিম ইন্ডিয়ার ওডিআই সিরিজের সময় তিনি ভারতীয় দলের কোচিং স্টাফেরও অংশ ছিলেন।

India Cricket Team Team India BCCI Jay Shah Indian Cricket Team
Advertisment