হার্দিক পান্ডিয়া বল করতে পারবেন না। তাই সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদন যদি সত্যি হয়, তাহলে টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটতে চলেছে তিন পেসারের। কেকেআরের দুই সুপারস্টার শিবম মাভি এবং ভেঙ্কটেশ আইয়ার। এবং আরসিবির হর্ষল প্যাটেলকে ডেকে নেওয়া হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে জম্মু কাশ্মীরের পেসার উমরান মালিক আইপিএলে দুরন্ত অভিষেক ঘটানোর পরে নেট বোলার হিসাবে দলে ঢুকিয়ে নেওয়া হয়েছে। ১৫০ কিমি নিয়মিত গতিতে বল করতে পারেন উমরান। একইভাবে শেষ হতে চলা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির জার্সিতে নজর কেড়েছেন শিবম মাভি, ভেঙ্কটেশ আইয়ার এবং হর্ষল প্যাটেল।
আরও পড়ুন: বারবার ভুল আম্পায়ারের! ক্ষেপে তুলকালাম কান্ড কোহলির, দেখুন নাইট ম্যাচের বিস্ফোরক ভিডিও
জানা যাচ্ছে, মাভি, হর্ষল এবং ভেঙ্কটেশের মধ্যে অন্তত দুজনকে জাতীয় দলের সঙ্গে থেকে যেতে বলা হবে। দুবাইয়ে বিশ্বকাপের জন্য কোয়ারেন্টিন পর্ব শুরু হয়ে গিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "সোমবার এলিমিনেটর পর্বের পরে সংশ্লিষ্ট ক্রিকেটারদের বাবল থেকে না বেরোনোর বিষয়ে জানানো হবে। নিয়ম অনুযায়ী, দলের সাপোর্ট পিরিয়ড পর্বের একসপ্তাহ আগে সংশ্লিস্ট দল নিজেদের স্কোয়াডে বদল ঘটাতে পারে। ভারতের সাপোর্ট পিরিয়ড শুরু হচ্ছে অক্টোবর ১৫ মাঝরাত। কারণ সুপার ১২ পর্বে ভারতের প্ৰথম ম্যাচ অক্টোবরের ২৪-এ।"
এদিকে, হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা, তা নিয়ে এখনও সংশয় কাটিয়ে উঠতে পারল না টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পরে বল হাতে একদম দেখা যায়নি হার্দিককে। গোটা আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল করেননি।
আরও পড়ুন: আইপিএলে অবসর নেতা কোহলির! নারিন গর্জনে ধুয়েমুছে সাফ আরসিবি
বোর্ডের সূত্র জানিয়েছেন, "বোলিং না করলে হার্দিককে বাদ দেওয়া হবে কিনা, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অলরাউন্ডার হিসাবে ওর সময় ফুরিয়ে আসছে। যদি শার্দূল ঠাকুর এবং দীপক চাহারকে দলে ঢুকিয়ে নেওয়া হয়, তাহলে হর্ষল প্যাটেলকে আমিরশাহিতে রেখে দেওয়ার জোরালো সম্ভবনা রয়েছে। আগামী কয়েকদিনে হার্দিক কতটা প্রস্তুত হতে পারছে, সেটা নির্বাচকরা নজর রাখছেন। কারণ ভাবা হয়েছিল, ফিট হার্দিক পুরো চার ওভারের কোটায় বল করবেন। তবে আইপিএলে।ও একদম বল না করায়, ওঁকে রেখে দেওয়া নিয়ে সংশয় রয়েছে।"
গ্রুপ বি-তে ভারত টুর্নামেন্টে অভিযান শুরু করছেন অক্টোবরের ২৪ তারিখ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন