ভারতের বিশ্বকাপ স্কোয়াডে বড়সড় রদবদল ঘটতে পারে। বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন ঘটানোর ডেডলাইন ১০ অক্টোবর। অর্থাৎ, রবিবার। তাই তড়িঘড়ি ভিত্তিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি জাতীয় নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসছেন।
সেপ্টেম্বরের ৮ তারিখে নির্বাচক কমিটি জাতীয় দলের ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। সেই স্কোয়াড থেকে যুজবেন্দ্র চাহাল, শার্দূল ঠাকুর, শিখর ধাওয়ানদের মত তারকাদের বাইরে রাখায় অনেকেই অবাক হয়েছিলেন।
আরও পড়ুন: ভারতের কোচ হওয়ার বিষাক্ত পরিকল্পনায় IPL-এ বাদ ওয়ার্নার! ষড়যন্ত্রের রিপোর্ট প্রকাশ্যে
বিশ্বকাপের নির্বাচিত স্কোয়াডে থাকা অনেকেই নির্বাচকদের আস্থার মর্যাদা রাখতে পারেনি আইপিএলে। অনেকেই আবার ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন। স্কোয়াডের বাইরে থাকলেও শ্রেয়স আইয়ার, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল জোরালো পারফরম্যান্স মেলে ধরে নির্বাচকদের বার্তা দিয়েছেন। শ্রেয়স আইয়ারদের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সকে সম্মান দিয়ে ভারতও চূড়ান্ত স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন করতেই পারে। পাকিস্তান যেমন ডেডলাইন শেষ হওয়ার আগে স্কোয়াডে তিনটে পরিবর্তন ঘটিয়েছে।
টিম ইন্ডিয়ার নির্বাচকদের সবথেকে বড় মাথা ব্যথার নাম হার্দিক পান্ডিয়া। ফর্ম এবং ফিটনেস- দুইয়েই আইপিএলে ডাহা ব্যর্থ তারকা অলরাউন্ডার। বল তো করছেন-ই না। ব্যাট হাতেও ক্রিজে গিয়ে দাঁড়াতে ব্যর্থ হচ্ছেন। আমিরশাহি পর্বে হার্দিককে বল হাতে দেখাই যায়নি।
আরও পড়ুন: ফ্রান্সে জয়জয়কার হরভজনের! আইপিএলের মাঝেই পেলেন দারুণ সুসংবাদ
হার্দিককে ১৫ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পরে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা অলরাউন্ডারের ওপর আস্থা রেখে বলে দিয়েছিলেন, নিজের কোটার চার ওভারই বোলিং করবেন হার্দিক। সেই কারণেই হার্দিককে স্কোয়াডের চতুর্থ সিমার হিসাবে নেওয়া হয়েছে। তবে হার্দিক বল না করতে পারলে দলের ভারসাম্যই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা ক্রিকেট মহলের। তাই হার্দিককে বাদ দিয়ে একজন অলরাউন্ডারকে খেলানোর স্লট রয়েছে।
ঘটনাচক্রে, হার্দিককে বাদ দেওয়ার দাবি জোরালো হলেও শেষ পর্যন্ত বরোদার অলরাউন্ডারকে স্কোয়াডে রাখা হতে পারে। কারণ টিম ইন্ডিয়ায় হার্দিকের মত সিমার অলরাউন্ডার স্লটে কেউ এখনও নিজের জায়গা প্রতিষ্ঠিত করতে পারেননি। বোর্ডের সূত্র অনুযায়ী, দীপক চাহার এবং শার্দূল ঠাকুরকে এখনও হার্দিকের বিকল্প অলরাউন্ডার হিসেবে ভাবা হচ্ছে না।
সেই ইঙ্গিত দিয়ে ইনসাইড স্পোর্টসকে বোর্ডের এক কর্তা জানিয়ে দিয়েছেন, "এই মুহূর্তে হার্দিককে বাদ দেওয়ার কোনও প্রশ্নই নেই। শার্দূল, দীপক এই ভূমিকায় খেলতে চাইছে না। ভবিষ্যতে আমাদের হার্দিকের ব্যাক আপ তৈরিতে জোর দিতে হবে। ওঁকে বাদ দেওয়ার এখন সঠিক সময় নয়। ওঁকে স্কোয়াড থেকে কোনওভাবেই বাদ দেওয়া হবে না।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন