/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/Team-India-name-13-man-squad-for-Sydney-Test.jpg)
টিম ইন্ডিয়া (ছবি-টুইটার)
আগামিকাল সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে বিরাট কোহলি অ্যান্ড কোং। চার ম্যাচের চলতি টেস্ট সিরিজের চতুর্থ ও ফাইনাল ম্য়াচে মুখোমুখি কোহলি-পেইনরা। ইতিমধ্যেই সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। সিডনি টেস্টের জন্য বুধবার ১৩ সদস্যের দল ঘোষণা করল ভারত।
সিডনিতে রবিচন্দ্রন অশ্বিনের নামা নিয়ে শেষ ২৪ ঘণ্টা আগেও ধোঁয়াশা কাটল না। বৃহস্পতিবার সকালেই অশ্বিনের ভাগ্য নির্ধারণ করবে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে বাদ পড়েছেন দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। তবে ইশান্ত ঠিক কী কারণে সিডনিতে নামছেন না তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি বিসিসিআই। তবে ইশান্ত ফিট নন, তা নিশ্চিত ভাবেই বলা যায়। সেটা চোট বা অসুস্থতা, যে কোনও কারণেই হতে পারে।
আরও পড়ুন: অজি প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটালেন কোহলি-পেইনরা
India name 13-man squad for SCG Test: Virat Kohli (C), A Rahane (VC), KL Rahul, Mayank Agarwal, C Pujara, H Vihari, R Pant, R Jadeja, K Yadav, R Ashwin, M Shami, Jasprit Bumrah, Umesh Yadav
A decision on R Ashwin's availability will be taken on the morning of the Test #AUSvINDpic.twitter.com/4Lji2FExU8
— BCCI (@BCCI) January 2, 2019
গতকাল অশ্বিনকে দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টের সঙ্গে একাই ট্রেনিং করতে দেখা গিয়েছিল। যখন গোটা দল বর্ষবরণ উপলক্ষ্যে এক দিনের ছুটি নিয়েছিল। অ্যাডিলেডে কোমরে টান ধরেছিল অশ্বিনের। পার্থে ও মেলবোর্নে খেলা হয়নি তাঁর। মেলবোর্নে রবীন্দ্র জাদেজাকে দলে নিয়েছিল ভারত। জাড্ডু সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। পাঁচ উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে পার্ট-টাইম স্পিনার হিসেবে ছিলেন হনুমা বিহারী। অন্যদিকে সিডনিতে ভারত পাবে না রোহিত শর্মাকেও। সদ্য বাবা হওয়ার স্বাদ পেয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভারতে ফিরে এসেছেন তিনি।
ভারতীয় দল: বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, যসপ্রীত বুমরা ও উমেশ যাদব।