/indian-express-bangla/media/media_files/2025/05/11/UenkRU3PD7S4xfPcUIAX.jpg)
Team India Mothers Day Tribute: ক্রিকেট মাঠে মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদ্যোগ
India cricket tribute to mothers: ২০২৫ সালের ১১ মে গোটা বিশ্ব মাতৃ দিবস (Mothers Day) উদযাপন করেছে। সবাই যখন মাকে সম্মান জানানোর জন্য নিজের নিজের উপায়ে এগিয়ে এসেছেন, তখন ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দল বেছে নিয়েছিল এক অভিনব পন্থা—ক্রিকেট মাঠে মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য উদ্যোগ। কী করেছিল টিম ইন্ডিয়া, ফিরে দেখা যাক।
"পূর্ণিমা", "দেবকী", "সরোজ"—এই ধরনের নামগুলি দেখা যাচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের জার্সির পেছনে, যেটা দেখে স্টেডিয়ামজুড়ে চমক লেগে গিয়েছিল। ঘটনা ২০১৬ সালের ২৯ অক্টোবরের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।
বিশাখাপট্টনমের ড. ওয়াইএস রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ছিল। টসের সময় যখন ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামেন, দেখা যায় তাঁদের জার্সিতে নিজের নাম নেই—তাতে লেখা আছে তাঁদের মায়েদের নাম। প্রত্যেকটা নাম একেকটা গল্প বলছিল, একেকটা ত্যাগের ইতিহাস বহন করছিল।
#TeamIndia sporting their mothers' names on the jersey in the 5th and final ODI #INDvNZpic.twitter.com/pWcMAKMchB
— BCCI (@BCCI) October 29, 2016
ধোনির জার্সিতে ছিল তাঁর মা দেবকীর নাম, বিরাট কোহলির জার্সিতে ছিল সরোজ, আর আজিঙ্কা রাহানের জার্সিতে ছিল সুজাতা—এই সব মায়েরা যাঁরা এতদিন ছিলেন পর্দার আড়ালে, তাঁদের এবার প্রাপ্য সম্মান দেওয়া হয়েছিল ন্যাশনাল টেলিভিশনের মাধ্যমে।
আরও পড়ুন 'বৌদি বিরাটকে একটু বোঝান...', অনুষ্কার কাছে আবদার কোহলি সমর্থকদের
তৎকালীন অধিনায়ক এমএস ধোনি বলেছিলেন, "আমরা সবসময় বাবার নামকে গুরুত্ব দিয়ে এসেছি, কিন্তু মায়ের অবদানও কোনও অংশে কম নয়। এই উদ্যোগ ছিল তাঁদের প্রতি আমাদের ভালবাসা ও শ্রদ্ধার প্রতীক।"
যদি ম্যাচের কথায় আসা যায়, তাহলে ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে। রোহিত শর্মা করেন ৭০ রান, আর বিরাট কোহলি করেন ৬৫ রান। পরে ধীর গতির ঘূর্ণি পিচে ভারতের স্পিন আক্রমণে কাঁপে নিউজিল্যান্ড। মাত্র ৭৯ রানেই অলআউট হয়ে যায় তাঁরা। ভারতের বিশাল ১৯০ রানের জয়ে লেগ স্পিনার অমিত মিশ্র একাই ৫ উইকেট শিকার করেন।
আরও পড়ুন ক্যানসার কেড়ে নিল প্রাণ, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তারকা ক্রিকেটার
এই দিনটি শুধুমাত্র একটি জয় নয়, বরং মায়েদের সম্মান জানানোর এক স্মরণীয় দিন হয়ে রয়েছে ক্রিকেট ইতিহাসে।