/indian-express-bangla/media/media_files/2025/05/11/RBsriFxBorryZI70LpaN.jpg)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা
Virat Kohli Latest News: টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে চান টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। শোনা যাচ্ছে, বিরাট তাঁর সিদ্ধান্তের কথা ইতিমধে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন। কিন্তু, BCCI চাইছে যে বিরাট আরও কয়েকবছর লাল বলের ক্রিকেটে রাজত্ব করুন। এদিকে, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার সিদ্ধান্ত শুনে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও কার্যত ভেঙে পড়েছেন। কোহলি সমর্থকরা একেবারে চাইছেন না যে তাঁদের প্রিয় তারকা এখনই যে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। আর সেকারণেই একজন সমর্থক অনুষ্কা শর্মার (Anushka Sharma) কাছে বিশেষ আবদারও করে ফেললেন।
অনুষ্কার কাছে বিশেষ আবদার
শনিবার (১০ মে) মুম্বই বিমানবন্দরে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে (Virat-Anushka ) একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। এই ভিডিওয় একজন কোহলি সমর্থক কমেন্ট করেছেন, 'বৌদি, দয়া করে বিরাটকে একটু বোঝান। উনি যেন এখনই টেস্ট ক্রিকেট থেকে অবসর না গ্রহণ করেন।'
VIRAT KOHLI & ANUSHKA SHARMA TOGETHER AT MUMBAI TODAY. ❤️ (Filmygyan).pic.twitter.com/Q2iOnpVKEk
— Tanuj (@ImTanujSingh) May 10, 2025
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসর গ্রহণ করার পর বিরাট কোহলিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন। আগামী জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই দুটো দলের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে। রোহিত শর্মার পর বিরাটও যদি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে 'অলবিদা' জানান, তাহলে ব্রিটিশভূমে টিম ইন্ডিয়াকে যথেষ্ট চাপের মুখে পড়তে হবে।
Virat Kohli Test Retirement: রোহিতের পর অবসর নিচ্ছেন বিরাটও? জানিয়ে দিলেন নিজের সিদ্ধান্ত
২০২৫ আইপিএলে দুর্দান্ত পারফরম্য়ান্স
২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে বিরাট কোহলি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। তিনি ১১ ম্য়াচে ব্যাট হাতে মোট ৫০৫ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে সাতটি হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি কমলা টুপির তালিকায় তিনি চতুর্থ স্থানে দাঁড়িয়ে রয়েছেন।
Virat Kohli Retirement: বিরাটকে বোঝাতে ব্যর্থ BCCI, শীঘ্রই নিতে পারেন অবসর
কোহলির টেস্ট কেরিয়ার
বিরাট কোহলি আপাতত ৩৬ বছর বয়সে পা রেখেছেন। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয় করার পরই এই ফরম্য়াট থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন। কোহলি এখনও পর্যন্ত ১২৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৪৬.৮৫ ব্যাটিং গড়ে মোট ৯,২৩০ রান করেন। তাঁর ব্যাট থেকে ৩০ সেঞ্চুরি, ৩১ হাফসেঞ্চুরি এবং ৭ ডাবল সেঞ্চুরি দেখতে পাওয়া গিয়েছে।