Advertisment

Musheer Khan: ডিভাইডারে ধাক্কা খেয়েই ওলট-পালট গাড়ি! ভয়ঙ্কর অবস্থায় হাসপাতালে টিম ইন্ডিয়ার সেরার সেরা প্রতিভা

Musheer Khan Accident: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের উঠতি তারকা ক্রিকেটার মুশির খান। প্রচন্ড গতিতে এক্সপ্রেসওয়েতে যাওয়ার সময়েই ঘটে দুর্ঘটনা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Musheer Khan Accident: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন প্রতিভাবান তারকা মুশির খান

Musheer Khan Accident: বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন প্রতিভাবান তারকা মুশির খান (ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিসিসিআই)

Sarfaraz Khan's Brother Musheer, Irani Cup: ভারতীয় ক্রিকেটের ব্যাটিং সেনসেশন ধরা হয় মুশির খানকে। ইরানি ট্রফির ঠিক আগেই ১৬ সপ্তাহের জন্য ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেলেন তিনি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

Advertisment

শুক্রবারে গাড়ি দুর্ঘটনার পর লখনৌয়ে আয়োজিত হতে চলা ইরানি ট্রফি তো বটেই খেলতে পারবেন না রঞ্জির শুরুর দিকে ম্যাচ-ও। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মুশির আজমগড় থেকে লখনৌয়ে যাচ্ছিলেন বাবা নওশাদ খান সহ আরও দুই ব্যক্তির সঙ্গে।

সেই সময়েই যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় গাড়ি। নওশাদ সহ বাকি দুই ব্যক্তি অল্পের ওপর দিয়ে ফাঁড়া কেটে গিয়েছে। তবে সমস্যা হয়েছে মুশিরের। ঘাড়ে ব্যথা অনুভব করার সঙ্গে কনকাশনের শিকারও হন তিনি।

তড়িঘড়ি সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মুশিরকে কমপক্ষে ১৬ সপ্তাহের বিশ্রামে যেতেই হবে। হাড় ভেঙেছে কিনা, তা বিশদ পরীক্ষা নিরীক্ষার পরেই বোঝা যাবে। রবিবারই উন্নত চিকিৎসার জন্য মুশিরকে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হবে।

মুম্বই ক্রিকেট সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, "গতকাল রাতে দুর্ঘটনার কবলে পড়েছেন মুশির। ইরানি ট্রফিতে আর খেলা হবে না ওঁর। রবিবার-ই মুম্বইয়ে উড়ে আসছে ও। বিসিসিআই এবং এমসিএর (মুম্বই ক্রিকেট সংস্থা) চিকিৎসক দল ওঁর পর্যালোচনা করবে। মুম্বইয়ে ফিরলেই বোর্ডের তরফে আরও একপ্রস্থ স্ক্যান সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে।"

আরও পড়ুন: মেডিক্যাল ভিসায় এসে সিরাজকে কুৎসিত গালি! টাইগার রবিকে বাংলাদেশে তাড়াতে চাইছে কানপুর পুলিশ

শুক্রবার বিকালেই মুম্বই দল লখনৌ উড়ে যায় ইরানি ট্রফি খেলার জন্য। নিজের হোম টাউন থেকেই মুশিরের যোগ দেওয়ার কথা দলের সঙ্গে। মুম্বই ক্রিকেট সংস্থা চেয়েছিল মুশির যেন দলের সঙ্গেই লখনৌ যান। তবে দলীপের শেষ কয়েকটা ইনিংসে রানের দেখা পাননি মুশির। তাই পুত্রের জন্য অতিরিক্ত ট্রেনিং করানোর কথা বলে সংস্থাকে পিতা নওশাদ অনুরোধ করেন যেন মুশিরকে ছাড় দেওয়া হয়। মুম্বই টিমের সঙ্গে আলোচনা করে সংস্থাও নওশাদের অনুরোধ মেনে নেয়। মুম্বই টিমের পরিকল্পনা ছিল মুম্বইয়েই দুদিন নেট-অনুশীলন করার। তবে টানা বৃষ্টি প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছিল।

অক্টোবরের ১ থেকে ৫ লখনৌয়ের অটল বিহারীর নামাঙ্কিত একানা স্টেডিয়ামে বসছে ইরানি ট্রফির আসর। যেখানে ডিফেন্ডিং রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে ভারতীয় দলের সঙ্গে। মুম্বইয়ের তরফে এখনও মুশিরের পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি। অক্টোবরের ১১ তারিখ থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে রঞ্জি ট্রফি। তারকা ব্যাটার রঞ্জির শুরুর দিকেও খেলতে পারবেন না।

জাতীয় দলের তারকা সরফরাজ খানের ছোট ভাই চলতি মাসের শুরুতেই দলীপ ট্রফি অভিষেকেই শতরান হাঁকিয়েছিলেন। তবে বাকি চার ইনিংসে জোড়া ডাক করেছিলেন ১৯ বছরের তারকা। যুব বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে সেরার সেরা পারফরম্যান্স মেলে ধরেছিলেন মুশির খান।

ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফিও মাতিয়ে দিয়েছিলেন। দু-বছর পর রঞ্জিতে খেলতে নেমে মুশির ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে যান। রঞ্জি ফাইনালে বিদর্ভের বিপক্ষেও চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে মুশিরের শতরানে ভর করেই মুম্বই রেকর্ড ৪২তম রঞ্জি ট্রফি খেতাব জিতে নেয়।

READ THE FULL ARTICLE IN ENGLISH

 

accident Ranji Trophy Cricket News Road Accident Sarfaraz Khan Team India
Advertisment