India Set For A Return To Playing In Hong Kong Cricket Sixes Tournament: হংকং ক্রিকেট সিক্সেসে খেলবে টিম ইন্ডিয়া। ক্রিকেট হংকং সোমবার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দল হংকং ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্ট ১ নভেম্বর শুরু হবে। চলবে, টানা তিন দিন। হংকং ক্রিকেট সিক্সেস (HK6) একটা সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। এর আয়োজন করে ক্রিকেট হংকং।
এবার ভারত ছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-সহ ১২ দল এই টুর্নামেন্টে যোগ দিচ্ছে। বাকি দলগুলো হল- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, হংকং, নেপাল, নিউজিল্যান্ড, ওমান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহি।
🚨TEAM ANNOUNCEMENT🚨
— Cricket Hong Kong, China (@CricketHK) October 7, 2024
Team India is gearing up to smash it out of the park at HK6! 🇮🇳💥
Prepare for explosive power hitting and a storm of sixes that will electrify the crowd! 🔥
Expect More Teams, More Sixes, More Excitement, and MAXIMUM THRILLS! 🔥🔥
HK6 is back from 1st to… pic.twitter.com/P5WDkksoJn
এই টুর্নামেন্ট ১৯৯২ সালে শুরু হয়েছিল। ২০১৭-র পর বন্ধ হয়ে যায়। ফের চালু হচ্ছে। এবার এই টুর্নামেন্টের সপ্তম বর্ষ। শচীন তেন্ডুলকার, এমএস ধোনি, শেন ওয়ার্ন, ওয়াসিম আক্রম, শোয়েব মালিক, সনৎ জয়সুরিয়া, অনিল কুম্বলে, উমর আকমল, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যামিয়েন মার্টিনের মত খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলেছেন।
এই টুর্নামেন্টের নিয়মগুলো হল:-
- প্রত্যেক দলে ছয় জন করে খেলোয়াড় থাকবেন। প্রতিটি দল পাঁচ ওভার করে ব্যাটিংয়ের সুযোগ পাবে। প্রতি ওভার হয় ছয় বলের। ফাইনালে প্রতি ওভার হয়ে যায় ৮ বলের।
- উইকেটরক্ষক ছাড়া প্রত্যেক ফিল্ডারকে এক ওভার বল করতে হবে। প্রতিটি ওয়াইড এবং নো-বলে ব্যাটিং সাইড দুই রান করে অতিরিক্ত পাবে।
- ৫ ওভারের আগেই ৫ উইকেট পড়ে গেলে, পঞ্চম ব্যাটার রানারের কাজ করবেন। যে ব্যাটার নট আউট ছিলেন, তাঁকেই টানা ব্যাট করে যেতে হবে। তিনি আউট হলেই ইনিংস শেষ।
- ব্যাটার ৩১ রান করলেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হবে। সেক্ষেত্রে আউট হয়ে যাওয়া অন্য ব্যাটারও তাঁর জায়গায় এসে ব্যাট করতে পারেন।
আরও পড়ুন- গম্ভীরের পা চাটা বন্ধ করো, জয়ের জন্য ও কী করেছে! কোচ গৌতমকে আগুন মেজাজে আক্রমণ গাভাসকারের
বেশিরভাগ ট্রফিই জিতেছে পাকিস্তান, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ভারতও ২০০৫-এ এই টুর্নামেন্ট জিতেছে। একবার করে জিতেছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজও। এই টুর্নামেন্টের আকর্ষণীয় দিকটা হল, পাওয়ার হিটিং।