/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Rohit-Sharma-Jay-Shah.jpg)
Rohit Sharma-Jay Shah: বামদিকে রোহিত শর্মা ও ডানদিকে জয় শাহ। (ছবি- ইনস্টাগ্রাম)
Test Incentive Scheme: ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই, টেস্ট ক্রিকেটে ইনসেনটিভ স্কিম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক প্রাচুর্যের জন্য আইপিএলমুখী খেলোয়াড়দের টেস্ট ক্রিকেটের পথে ফেরাতে এই প্রকল্প চালু করার সিদ্ধান্ত। যাকে শুধু স্বাগত জানানোই নয়। মন খুলে প্রশংসা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ জিতে নজির ভেঙে নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বাজবল ঘরানাকে হাস্যকর করে তুলে রাঁচিতেই সিরিজ ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পঞ্চম ম্যাচে, ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেন স্টোকসের দলকে এক ইনিংস আর ৬৪ রানে হারিয়ে ভারতীয় ক্রিকেটের মানকে অন্য উচ্চতায় তুলে ধরেছে।
আর, তারপরই বিসিসিআই টেস্ট ক্রিকেটে ইনসেনটিভ চালুর কথা ঘোষণা করল। এর আগে এই সিরিজ চলাকালীন অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। অভিযোগ উঠেছে, আইপিএল খেলার জন্য দলের দুই ক্রিকেটার ঈশান কিষান ও শ্রেয়স আইয়ার নানা ছুতোয় টেস্ট ম্যাচ খেলতে রাজি হননি।
আইপিএলে অর্থের পরিমাণ অত্যন্ত বেশি। ফলে, ঈশান-শ্রেয়সদের মত ঘটনা বাড়তে পারে। সেটা যাতে না-হয়, সেই জন্য এবার তাই ব্যবস্থা নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে ইনসেনটিভ স্কিম এমনভাবে চালু করা হয়েছে, যাতে খেলোয়াড়দের আইপিএলের পিছনে ছোটার দরকার হবে না। শুধুমাত্র টেস্ট খেলেই খেলোয়াড়রা মোটা টাকা রোজগার করতে পারবেন। আর, এই কারণেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন।
I am pleased to announce the initiation of the 'Test Cricket Incentive Scheme' for Senior Men, a step aimed at providing financial growth and stability to our esteemed athletes. Commencing from the 2022-23 season, the 'Test Cricket Incentive Scheme' will serve as an additional… pic.twitter.com/Rf86sAnmuk
— Jay Shah (@JayShah) March 9, 2024
বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যে খেলোয়াড়রা এক মরশুমে ৫০ শতাংশের বেশি টেস্ট ম্যাচ খেলবেন, তাঁরা প্রথম একাদশে থাকলে ৩০ লক্ষ টাকা ইনসেনটিভ পাবেন। প্রথম একাদশের বাইরে থাকলে ম্যাচপ্রতি ১৫ লক্ষ টাকা ইনসেনটিভ পাবেন। আর ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে, প্রতি ম্যাচে প্রথম একাদশের খেলোয়াড়রা পাবেন ৪৫ লক্ষ টাকা করে ইনসেনটিভ। আর, প্রথম একাদশের বাইরে থাকলে পাবেন ২২.৫০ লক্ষ টাকা করে ইনসেনটিভ।
Test cricket was & will be the ultimate format and it’s great to see @BCCI & @JayShah leading the way in prioritizing Test cricket. https://t.co/bEZpBAt6Ck
— Rohit Sharma (@ImRo45) March 10, 2024
বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত টেস্ট ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ বাড়াবে। বিসিসিআই এভাবে টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ায় ৩৬ বছর বয়সি রোহিত শর্মা যথেষ্টই উচ্ছ্বসিত। রোহিত নিজেও সাম্প্রতিক অতীতে বারবার বুঝিয়ে দিয়েছেন, তিনি টেস্ট ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। একথা স্পষ্ট করে দিয়ে রোহিত তাঁর 'এক্স' অ্যাকাউন্টে লিখেছেন, 'টেস্ট ক্রিকেট চূড়ান্ত ফরম্যাট ছিল এবং থাকবে। টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার পথে বিসিসিআই এবং জয় শাহকে এগিয়ে যেতে দেখে দারুণ লাগছে।'
আরও পড়ুন- টানা দুটো টি২০ সেঞ্চুরি, ৪৮ বলে শতরান! বিধ্বংসী ব্যাটারকে সই করিয়ে ঝড় তুলল নাইটরা
এর আগে এদিন সোশ্যাল মিডিয়া এক্স-এ বার্তা দেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি লেখেন, 'আমি টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম চালু করার কথা ঘোষণা করতে পেরে খুশি। আমাদের ক্রীড়াবিদদের আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা দেওয়ার লক্ষ্যে এটা একটা পদক্ষেপ। ২০২২-২৩ মরশুম থেকে শুরু হওয়া, 'টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম' টেস্ট ম্যাচের ১৫ লক্ষ টাকা ফি-এর ওপর একটি অতিরিক্ত পুরস্কার হিসেবে কাজ করবে।'