Advertisment

Hardik Pandya thanks selector: ৪০০ টাকা দিয়েছিলেন একসময়! হাত জোড় করে হার্দিকের এখন ধন্যবাদ সেই ব্যক্তিকে, দেখুন ভিডিও

Hardik Pandya news: পেটে ভাত না থাকা হার্দিকের জন্য একসময় ৪০০ টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, সেই ব্যক্তিকেই ফোন করলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। ভাইরাল সেই ভিডিও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, হার্দিক পান্ডিয়া,

Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার ভিডিওয় কথাবার্তার সেই দৃশ্য। (ছবি- টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

Hardik Pandya thanks tennis ball selector: সেই সময় তিনি আজকের মত নামী খেলোয়াড় ছিলেন না। ক্রিকেট দুনিয়ায় নাম করার চেষ্টা চালাচ্ছেন। সেই সময় ম্যাচপ্রতি ৪০০ টাকা ফি পেতেন হার্দিক পান্ডিয়া। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতেই হার্দিককে এমনটা বলতে শোনা গিয়েছে। কেরিয়ার গড়ার সময় তাঁকে ওই টাকা দেওয়ার জন্য একজন নির্বাচককে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ওই ক্লিপে ধন্যবাদও জানিয়েছেন হার্দিক। 

Advertisment

ডানহাতি ব্যাটার হার্দিক একজন অলরাউন্ডার। তিনি ডানহাতি মিডিয়াম পেসার। প্রতিভা থাকার পাশাপাশি জীবনে কঠোর পরিশ্রম করে তিনি আজ ভারতের জাতীয় দলের অন্যতম স্তম্ভ। আইপিএলেও অত্যন্ত নামী এক প্রতিভা। তাঁর ব্যক্তিগত জীবনও আজ অনুরাগীদের চর্চার অন্যতম বিষয়। সেই হার্দিককে কেরিয়ার গঠনের সময় কীভাবে আর্থিক সংগ্রামের মোকাবিলা করতে হয়েছে, তারই প্রমাণ ধরা পড়েছে প্রকাশিত ওই ক্লিপে। 

২০১৫ সালে আইপিএলে হার্দিকের অভিষেক হয়েছে। তার একমাসেরও কম সময়ের মধ্যেই তিনি ভারতীয় জাতীয় দলের হয়ে ডাক পেয়েছেন। শুক্রবার সৈয়দ মুশতাক আলি ট্রফির গ্রুপ বি খেলায় বরোদা ত্রিপুরাকে সাত উইকেটে পরাজিত করেছে। ওই ম্যাচে বাঁহাতি স্পিনার পারভেজ সুলতানের বলে এক ওভারে ৫টি ছক্কা মেরে ২৮ রান করেছেন হার্দিক। বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখন ফর্মের তুঙ্গে আছেন।

১১০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে এই ম্যাচে বরোদা হার্দিকের ২৩ বলে করা ৪৭ রানের ওপর ভর করে মাত্র ১১.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। হার্দিকের ভাই ক্রুনাল পান্ডিয়া এই ম্যাচে নতুন বলে ২২ রানে ২ উইকেট নিয়েছেন। ম্যাচে তেমন দর্শক ছিল না। কিন্তু, তারই মধ্যে পান্ডিয়া ভাইয়ের দুর্দান্ত পারফরম্যান্স সকলের নজর টেনেছে। পারভেজ সুলতানকে হার্দিক লং অফ এবং অতিরিক্ত কভার অঞ্চলের মধ্যে দিয়ে ৩টি ছক্কা মেরেছেন। কাউ কর্নারে মেরেছেন আরও ২টি ছক্কা।

Advertisment

 

সৈয়দ মুশতাক আলি টি২০ টুর্নামেন্টে এনিয়ে বরোদার হয়ে ৪টি ম্যাচে জয়ে বিশেষ অবদান রাখলেন হার্দিক। এই চার ম্যাচের মধ্যে তিনি প্রথম ম্যাচে করেছিলেন অপরাজিত ৭৪ রান। দ্বিতীয় ম্যাচে করেছিলেন অপরাজিত ৪১ রান। তৃতীয় ম্যাচে করেছেন ৬৯ রান। আর, চতুর্থ ম্যাচে করেছেন ৪৭ রান। পাশাপাশি, বল হাতে কয়েকটি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন- বাংলাদেশকে হেয় সাকিবের! দেশের আগে বেছে নিলেন এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকেই

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)-এ হার্দিককে ফের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দিতে দেখা যাবে। হার্দিককে মেগা নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্স ধরে রেখেছিল। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে এবারের আইপিএলের জন্য ১৬.৩৫ কোটি টাকা দিচ্ছে।

IPL viral Hardik Pandya Syed Mushtaq Ali Trophy Cricket News Mumbai Indians T20
Advertisment