ভারতের ওপেনার শিখর ধাওয়ান ছেলে জোরারকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে একটি আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে শেয়ার করলেন। ধাওয়ান বর্তমানে তিন ফরম্যাটের কোনওটাতেই জাতীয় দলে নেই। তবে তিনি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি, পাঞ্জাব কিংসের অধিনায়ক।
Advertisment
এখনও তাঁর পেশাদার জীবনে ব্যক্তিগত জীবনের কালো ছায়া দূর হয়নি। স্ত্রী আয়েশা মুখার্জির সঙ্গে বিচ্ছেদের পর, একবছর ধরে ছেলে জোরাভারের সঙ্গেও ধাওয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন। সেই কারণেই ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছে ধাওয়ান। দাবি করেছেন, তাঁকে সমস্ত ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়েশা ব্লক করে দিয়েছেন। যাতে তিনি ছেলের সঙ্গে যোগাযোগ করতে না-পারেন।
ধাওয়ান মনে করিয়ে দিয়েছেন, তিনি জোরাভারকে শেষবার দেখেছিলেন একবছর আগে। এখন ছেলের সঙ্গে যোগাযোগের জন্য টেলিপ্যাথিই তাঁর ভরসা। ধাওয়ান জানিয়েছেন, তিনি ছেলেকে দেখতে চান। তাঁর ভালোবাসা চান। সর্বদা জোরাভারের হাসিমুখের কথা ভাবেন। কোনও একদিন ফের দেখা করার সুযোগ পাবেন। এখন সেই দিনের অপেক্ষায়।
ইনস্টাগ্রামে ধাওয়ান পোস্ট করেছেন, 'আমি একবছর আগে তোমাকে দেখেছি। প্রায় তিন মাস ধরে, সব জায়গায় আমি ব্লকড। জন্মদিনের শুভেচ্ছা জানাতে সেই জন্য এই ছবি পোস্ট করছি। আমি সরাসরি যদিও যোগাযোগ করতে পারি না, কিন্তু তোমার সঙ্গে টেলিপ্যাথিতে যোগাযোগ রাখি। আমি তোমার জন্য গর্বিত। আশা করি, ভালো কিছু করছ। সুন্দরভাবে বেড়ে উঠছ।'
ধাওয়ান তাঁর পোস্টে জোরাভারকে উদারতা, নম্রতা, সহানুভূতি, ধৈর্য এবং শক্তভাবে জীবনকে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। ছেলেকে আরও দায়িত্ববান হতে, দানশীল হতে বলেছেন। পোস্টে ধাওয়ান জানিয়েছেন, শারীরিক দূরত্ব সত্ত্বেও তিনি জোরাভারকে প্রায় প্রতিদিন বার্তা পাঠান, কেমন চলছে, সেই ব্যাপারে জিজ্ঞাসা করেন। নিজের জীবনের গল্পগুলোও বার্তায় ভাগ করে নেন।
ধাওয়ান পোস্টে লিখেছেন, 'বাবা, তোমাকে সবসময় মিস করে। তোমাকে ভালবাসে। সবসময় হাসিমুখে তোমার জন্য অপেক্ষা করে। ঈশ্বর চাইলে, আমাদের আবার দেখা হবে। দুষ্টু হও, তবে ধ্বংসাত্মক হও না। বদলে দাতা হও, নম্র, সহানুভূতিশীল, ধৈর্যশীল আর শক্তিশালী হও। আমি প্রায় প্রতিদিনই তোমাকে লিখি। তোমাকে সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করি। তোমাকে আমি ভালোবাসি, বাবা।'