দেশ জুড়ে মৃত্যু মিছিল। এর মধ্যেই বিদেশে রওনা দিচ্ছে ভারতীয় দল। জুনের ১৮ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তারপর পাঁচ টেস্টের সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। লম্বা সফরের জন্য ২ জুন বিলেতে পাড়ি দিচ্ছেন কোহলিরা। তার আগে অবশ্য মুম্বইতে ৮ দিনের হার্ড কোয়ারেন্টাইন পর্ব সারবে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডে পৌঁছানোর পর টিম ইন্ডিয়ার কোয়ারেন্টাইন নিয়ে ইসিবির সঙ্গে দর কষাকষি করছে বিসিসিআই। টিম ইন্ডিয়া চাইছে ১০ দিনের সফট কোয়ারেন্টাইন। যেখানে ঘরবন্দি হয়ে থাকার সঙ্গেই অনুশীলন চালানো যাবে। বোর্ডের এক শীর্ষ কর্তা পিটিআই-কে জানিয়েছেন, "দেশে আটদিনের হার্ড কোয়ারেন্টাইন সারবে টিম ইন্ডিয়া। ফ্লাইটে ওঠার আগে কোয়ারেন্টাইন পর্ব চলাকালীন দ্বিতীয়, চতুর্থ এবং সপ্তম দিনে প্রত্যেক ক্রিকেটারের নেগেটিভ কোভিড রিপোর্ট বাধ্যতামূলক।"
আরো পড়ুন: করোনা যুদ্ধে এবার পন্থের ‘ছক্কা’! নিজের কীর্তিতে হৃদয় জিতলেন দেশবাসীর
তিনি আরো বলেছেন, "যেহেতু ইংল্যান্ডে পৌঁছেই নতুন বাবলে প্রবেশ করতে হবে, তাই আমরা চেষ্টা করছি যাতে ১০ দিনের কোয়ারেন্টাইন কিছুটা কমানো যায়। সফট কোয়ারেন্টাইন হলে ক্রিকেটাররা ট্রেনিং করতে পারে। সাউদাম্পটনের মাঠ লাগোয়া হোটেল হিল্টনে টিম ইন্ডিয়া থাকবে।"
১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব সারতে হলে টিম ইন্ডিয়ার তারকাদের শহরে ইচ্ছামত ঘুরে বেড়ানোর জন্য জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানা গিয়েছে, পুরো সফর সাড়ে তিন মাসের হওয়ায় ক্রিকেটারদের সঙ্গে পরিবার যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই নাকি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে পরিবারের সদস্যরা যোগ দেবেন, তা এখনো নির্ধারিত নয়।
এদিকে প্রত্যেক ক্রিকেটারকেই নির্দেশ দেওয়া হয়েছে, ফ্লাইটে ওঠার আগেই যেন কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়ে নেন ক্রিকেটাররা। তাহলে ইংল্যান্ডে দ্বিতীয় ডোজ নেওয়ার সময় সমস্যা হবে না। তবে হঠাৎ করোনা আক্রান্ত হওয়ায় প্রসিদ্ধ কৃষ্ণ সম্ভবত ভ্যাক্সিন নিতে পারবেন না।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় সাউদাম্পটনে হাজির থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। দুজনেই বাকি আইপিএলের ম্যাচ বিলেতে আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে আলোচনা করবেন ইসিবির সঙ্গে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন