ফাইনালে উঠেও বিশ্বজয় করা হল না। সিমিং পরিবেশে ব্যাটিং ব্যর্থতায় ল্যাজেগোবরে টিম ইন্ডিয়া। আইসিস ইভেন্টে বিরাট কোহলির ব্যর্থতার ট্র্যাডিশন অব্যাহত রইল ইংল্যান্ডে এসেও। শুধু ব্যাটিং নয়, পেস বোলাররা সিমিং কন্ডিশনে সেভাবে নজর কাড়তে পারেননি। চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডের ইনিংসে কার্যত দাঁত ফোটাতে পারেননি বুমরারা। ১৩৯ রান তাড়া করতে নেমে রস টেলর এবং কেন উইলিয়ামসনের জুটিতে ভর করে জিতে নেয় ব্ল্যাক ক্যাপস বাহিনী।
নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পরেই সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে একাধিক পরিবর্তন হবে। ইংল্যান্ড সিরিজ এখনো ৪০ দিন বাকি। তবে এখন থেকেই ইংল্যান্ড সিরিজ টিম ইন্ডিয়ার মাথায় ঢুকে পড়েছে। একাধিক পরিবর্তন নিয়েই ইংরেজদের বিপক্ষে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে নামবে ভারত।
আরো পড়ুন: কোহলিকে কুকুরের সঙ্গে তুলনা! চূড়ান্ত অসভ্যতায় দাউদাউ বিতর্কে নিউজিল্যান্ড মিডিয়া
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ব্যাটিং অর্ডার খোলনলচে বদলে ফেলা হচ্ছে। বিরাট কোহলিকে এবার চারে নয়, তিনে নামতে দেখা যেতে পারে। চেতেশ্বর পূজারা যে বাদ পড়বেন, তা একপ্রকার নিশ্চিত। বহুদিন ধরে টেস্ট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান পূজারা। তবে ২০১৯ সালে জানুয়ারির পরে একটাও সেঞ্চুরি নেই। টানা ব্যর্থ হয়ে চলেছেন। এমন পরিস্থিতিতে পূজারাকে শুরুর একাদশ থেকে বাদ দিয়েই দল গড়ছে ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক কর্তা সাফ জানিয়ে দিয়েছেন, "সমস্ত পরিস্থিতিতে পূজারার লো স্ট্রাইক রেট দলের পক্ষে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত ৭-৮ বল অন্তর ব্যাটসম্যান স্ট্রাইক রোটেট করবে, এমনটা আশাই করা যায়!"
জানা গিয়েছে রাহানের পারফরম্যান্সের উপরেও নজর রয়েছে ম্যানেজমেন্টের। মাঝে মাঝে রান করলেও ধারাবাহিক নন মুম্বইকর, এমন অভিযোগ উঠে গিয়েছে তাঁর বিরুদ্ধে। সিনিয়র তারকাদের পরিবর্তে নতুন মুখ তুলে আনায় নজর দিতে চায় টিম ইন্ডিয়া। কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ-রা এবার বেশি সুযোগ পাবেন। এমনটাই জানা গিয়েছে।
আরো পড়ুন: দলে গণ ছাঁটাই হবে, হারের পরেই ক্ষিপ্ত কোহলি বিস্ফোরণ ঘটালেন প্রকাশ্যে
সাউদাম্পটনের সিমিং কন্ডিশনে ভারতের ব্যাটিং ডাহা ফেল। কোনো ব্যাটসম্যানই হাফসেঞ্চুরি করতে পারেননি দুই ইনিংস মিলিয়ে। অজিঙ্কা রাহানে প্রথম ইনিংসে ৪৯ করেন। দ্বিতীয় ইনিংসে ভরাডুবির মধ্যে পন্থ ৪২ করেছিলেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের ইনিংসে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনরা হাফসেঞ্চুরি করে দলকে টেনেছেন।
কোহলি ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়ায় মিডল অর্ডারে কেএল রাহুল অথবা হনুমা বিহারিকে খেলাবে টিম ইন্ডিয়া। বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদবদের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ইশান্ত এবং বুমরাকে বাইরে রাখা হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন