ICC Cricket World Cup 2019: আগামী ৩০ জুন এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম মেগা ম্যাচের স্বাক্ষী থাকতে চলেছে বাইশ গজ। সব ঠিক থাকলে ইয়ন মর্গ্য়ানদের বিরুদ্ধে এক নতুন রূপে বিরাট কোহলিদের দেখবে ক্রিকেটবিশ্ব। চিরাচরিত নীল জার্সির বদলে কমলা জার্সিতে মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। মেন ইন ব্লু হয়ে যাচ্ছে মেন ইন অরেঞ্জ! এমনটাই রিপোর্ট।
চলতি মাসের প্রথম সপ্তাহতেই জানা গিয়েছিল যে, বিরাটদের নতুন জার্সিতে দেখা যেতে পারে ক্রিকেটের শোপিস ইভেন্টে। এখন ভারতীয় দলের দলের নীল জার্সিতে দেখা যায় কমলা রঙের কলার। এবার কমলা জার্সিতে থাকবে নীল রঙের কলার।
আরও পড়ুন: শুধু নীল নয়, কোহলিদের বিশ্বকাপে দেখা যাবে কমলা জার্সিতেও, দেখুন ছবি
ফুটবলের মতোই এবার ক্রিকেট বিশ্বকাপেA হোম-অ্যাওয়ে কিট সিস্টেম চালু করার ভাবনা নিয়েছে আইসিসি। সমস্ত দল যদিও এই নিয়ম মানেনি। ভারত, ইংল্যান্ড, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দলের জার্সির রং অনেকটা একই রকম। তাই এই দলগুলি পরস্পরের মুখোমুখি হলে কোনও একটি দলকে অ্যাওয়ে কিটের শরণাপন্ন হতে হবে। এমনটাই বলেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
এখনও পর্যন্ত ভারত এদের কারোর বিরুদ্ধেই খেলেনি। আগামী শনিবার সাউথ্যাম্পটনে আফগানদের বিরুদ্ধে নামবেন কোহলি। সেই ম্যাচও তাঁদের কমলা জার্সিতে দেখার সম্ভাবনা রয়েছে। যেহেতু ইংল্যান্ড আয়োজক দেশ। তাই ইংল্যান্ড হোম দলের অ্যাডভান্টেজ পাবে। ১৯৯২ সালে যে জার্সিতে তারা বিশ্বকাপে অংশ নিয়েছিল, অনেকটাই সেই ডিজাইনের জার্সিতেই ইংরেজ ক্রিকেটাররা এবার মাঠে নেমেছেন। আফগানিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে বিকল্প জার্সিতেই দেখা গিয়েছে এবার। নিউজিল্যান্ড. অস্ট্রেলিয়াকে চিরাচরিত জার্সিতেই দেখা গিয়েছে। এবার দেখার ভারত টিম ব্লু থেকে টিম অরেঞ্জ হয় কি না!