Advertisment

হারলেও বিশ্বকাপের পরিকল্পনা বদলাবেন না, জানিয়ে দিলেন কোহলি

চিন্নাস্বামীর পাটা পিচে ভারতের ব্যাটিং ডাঁহা ফেল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেননি কোহলিরা। কোহলি অবশ্য বলছেন, আমাদের এমন ম্যাচের মোকাবিলা করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
virat kohli

হারের পরেই কোহলির বার্তা (বিসিসিআই টুইটার)

টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েছিলেন কোহলি। তবে ম্যাচে সেই সিদ্ধাই ব্যুমেরাং হয়ে ফিরে এল। ৯ উইকেটে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল টিম ইন্ডিয়াকে। শোচনীয় হারের পরেও অবশ্য কোহলি বলে দিচ্ছেন বিশ্বকাপের জন্য পরিকল্পনায় কোনও বদল আনবেন না। সাংবাদিক সম্মেলনে ক্যাপ্টেন কোহলি জানাচ্ছেন, "ঠিক এটাই আমরা করতে চেয়েছিলাম। বিশ্বকাপের আগে যত ম্যাচ রয়েছে, প্রত্যেক ম্যাচেই এই টেমপ্লেট ফলো করব (টসে জিতে প্রথমে ব্যাটিং করার অপশন)। নমনীয় মানসিকতা নিয়ে চলতে হবে আমাদের। পরিস্থিতি যখন প্রতিকূল তখন উদ্ভাবনী ক্ষমতা প্রয়োগ করতে হবে।"

Advertisment

চিন্নাস্বামীর পাটা পিচে ভারতের ব্যাটিং ডাঁহা ফেল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেননি কোহলিরা। কোহলি অবশ্য বলছেন, "আমাদের এমন ম্যাচের মোকাবিলা করতে হবে। এমন ম্যাচে যেখানে নিজেদের পরিকল্পনা আমরা কার্যকর করতে পারছি না। তবে যতক্ষণ আমরা নিজেরা উন্নতি করছি, ততক্ষণ ভাল পজিশনে থাকব আমরা।" ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বিরাট বলছেন, "প্রথম ইনিংসে ওরা দারুণ বোলিং করেছে। এই পিচে ওদের বোলাররা মানিয়ে নিয়েছিল। এবং আমরা ম্যাচের টেম্পো অনুধাবন করতে ব্যর্থ হয়েছি।"

আরও পড়ুন পন্থকে ফর্মে ফেরাতে ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ লক্ষ্মণের

কোহলি আরও বলেছেন, "টি২০ ক্রিকেটে প্রথম ইনিংসে ব্যাট করার থেকে রান চেজ করা অনেক সহজ। ওয়ান ডে ক্রিকেটে বোলাররা ফিরে আসার জন্য পর্যাপ্ত সময় পায়। কিন্তু এই ফর্ম্যাটে ৪০-৫০ রানের একটা পার্টনারশিপ ফ্যাক্টর হয়ে যেতে পারে। ২০০ রান ডিফেন্ড করার সময়েও ছোট একটা পার্টনারশিপে চাপে ফেলে দিতে পারে।" দলের কম্পোজিশন নিয়ে বলতে গিয়ে ক্যাপ্টেন কোহলির বক্তব্য, "আমাদের দলের ব্যালান্স যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলতে হবে। যে ক্রিকেটাররা ঘরোয়া স্তরে ভাল পারফর্ম করছে তাঁরাও সুযোগ পাচ্ছে। কোনও কারণ ছাড়াই ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে, এমনটা নয়।"

আরও পড়ুন বিরাট হার: দলগত ব্যর্থতার মাশুল দিয়ে হারল ভারত

অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ ড্র করতে হলেও কোহলি দলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, "প্রত্যেককে বুঝতে হবে এই দলটা একদমই নতুন। এঁদের আরও সুযোগ দিতে হবে। এদিন আমরা নয় নম্বর পর্যন্ত ব্যাটিং করেছি। এই বিষয়টা আমরা নজর দিচ্ছি।"

Read the full article in ENGLISH

cricket Virat Kohli
Advertisment