/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/Virat-Kohli-Team-India.jpg)
যুব ক্রিকেটারদের পরামর্শ দিলেন বিরাট (টুইটার)
একদিনের সিরিজে কিউয়ি সফরে ডাহা ব্যর্থ টিম ইন্ডিয়া। তবে যুব ক্রিকেটারদের পারফরম্যান্স মন ভরিয়ে দিয়েছে দেশের ক্রিকেটপ্রেমীদের। রবিবারে বিশ্বকাপের ফাইনালে ভারত খেলছে বাংলাদেশের বিপক্ষে। দুই দলই অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে। গোটা দেশই যুবদের শুভেচ্ছা কামনায় মগ্ন। সিনিয়র দলের ক্রিকেটাররাও শুভেচ্ছা জানালেন।
বিসিসিআই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের দেখা যাচ্ছে শুভেচ্ছা জানাতে। কোহলি সেই ভিডিওতে বললেন, সেনওয়াস পার্কে ফাইনাল তাঁরা দেখবে সুদূর নিউজিল্যান্ড থেকেই। যে সময় দক্ষিণ আফ্রিকায় খেলা চলবে, সেই সময় নিউজিল্যান্ডে গভীর রাত পেরিয়ে সকাল হয়ে যাবে। বিনিদ্র রজনী যাপন করেই সিনিয়র ক্রিকেটাররা সেই খেলা দেখছেন। জানিয়েছেন কোহলিই।
আরও পড়ুন বসত জমি বেচে সর্বস্বান্ত হয়েছিলেন বাবা! ছেলে আজ বিশ্বকাপের ফাইনালে
ফাইনালে ভারতের জয়ের জন্য বিরাটের বার্তা কী? বিরাট বলেছেন, "তোমাদের খেলা সকলে দেখবে। অনেক পজিটিভ এনার্জি আর শুভেচ্ছা রইল। আমি কেবল বলতে চাই, মাঠে নেমে খালি নিজেদের খেলাটা খেল, নিজেদের খেলার উপরে বিশ্বাস রাখ! গুড লাক।"
WATCH: #TeamIndia extends best wishes to the U19 team for the #U19CWC final. ????????
Let’s get behind our boys as they are just one step away from winning the title. Send in your wishes. ???????????????? – by @RajalArora
Full Video here ????️???????? https://t.co/WrLqMNLL0Dpic.twitter.com/hTx1qFMPbz
— BCCI (@BCCI) February 8, 2020
Wishes galore all the way from New Zealand for the U19 team ahead of the #U19CWC final. ???????????????? #TeamIndia@cheteshwar1@vijayshankar260@Wriddhipops@ajinkyarahane88pic.twitter.com/oCucTeOBzE
— BCCI (@BCCI) February 7, 2020
কোচ রবি শাস্ত্রী বলেছেন, "ফাইনালের জন্য অনেক শুভকামনা। জানি তোমরা গোটা টুর্নামেন্ট জুড়েই ভাল খেলে এসেছ। তবে সেরা খেলাটা ফাইনালেই দেখিও।" অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও ছোটদের শুভেচ্ছা জানিয়েছেন। "অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে তোমরা আমাদের, দেশের গর্ব বাড়িয়েছ। লিগ পর্বে তোমরা অসাধারণ পারফর্ম করেছ। আশা করি, ফাইনাল জিতে ট্রফিটাও দেশে আনতে পারবে।" বলেছেন শার্দুল।
আরও পড়ুন আজ বিরাটের ভরা সংসার! একসময়ে ব্রাজিলিয়ান সুন্দরীতে মজেছিলেন তারকা
জাদেজা জানিয়েছেন, "কনগ্র্যাটস তোমাদের। ওরা দারুণ খেলেছে। ফাইনালের জন্য সেরাটা জমিয়ে রেখ। এবং ঘরে কাপ নিয়ে আসো।"
টসে এদিন বাংলাদেশ জেতার পরে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। শুরুতে ব্যাটিং করতে নেমে ভারত আপাতত ২৩ ওভারে ৭৩ রান করেছে। ১৭ বলে ২ রান করে আউট হয়ে ফিরে গিয়েছেন ওপেনার দিব্যাংশ সাক্সেনা। দলকে আপাতত টানছেন যশস্বী জয়সোয়াল (৭১ বলে ৪২) ও তিলক ভার্মা (৫০ বলে ২৩)।