সন্ত্রাসী হামলার আশঙ্কা টিম ইন্ডিয়ার উপরে

৩ তারিখে অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ওই দিনই খেলবেন কোহলিরা।

৩ তারিখে অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ওই দিনই খেলবেন কোহলিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
TEAM INDIA

অনুশীলনে টিম ইন্ডিয়া (টুইটার)

বাংলাদেশ সিরিজ নিয়ে টালবাহানা চলছে পড়শি দেশের অভ্যন্তরে। এর মধ্যেই চরম আশঙ্কার কথা শোনাল জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (ন্যাশানাল ইনভেস্টিগেটিভ এজেন্সি)। বাংলাদেশ সিরিজ চলাকালীনই সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা রয়েছে বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়ার বাকি ক্রিকেটারদের। দিল্লি পুলিশকে যুদ্ধকালীন তৎপরতায় টিম ইন্ডিয়ার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসংস্থা এআইএনএস সূত্রে খবর এমনটাই। সকাল থেকেই গুজব ছড়িয়েছিল এই বিষয় নিয়ে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গোটা বিষয়টি রুটিন-হুমকির ঘটনা।

Advertisment

৩ তারিখে অরুণ জেটলি স্টেডিয়ামে (পূর্বতন ফিরোজ শাহ কোটলা) খেলতে নামছে ভারত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ওই দিনই খেলবেন কোহলিরা। দিল্লি পুলিশের এক সূত্র অনুযায়ী, বিরাট কোহলি সহ টিম ইন্ডিয়া তারকারা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শাসক দলের উপদেষ্টা কমিটির সদস্য লালকৃষ্ণ আদবানি, বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত রয়েছেন জঙ্গিদের হিটলিস্টে।

আরও পড়ুন নিরামিশাষী হওয়ার সুফল কী? জানালেন বিরাট কোহলি

দিল্লি পুলিশের পাশাপাশি এনআইএ-র তরফে একটি চিঠি এসে পৌঁছেছে বিসিসিআইয়ের দফতরেও। সেই চিঠিতে জানানো হয়েছে, কেরলের কোঝিকোড়ের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অল ইন্ডিয়া লস্করের তরফে নাশকতামূলক হামলা চালানো হতে পারে কোহলি সহ দেশের একাধিক প্রথম সারির মুখের উপরে।

Advertisment

আরও পড়ুন বিরাট কোহলির ড্রেসিংরুমের প্লে লিস্ট জানিয়ে দিলেন ধাওয়ান

তবে সূত্রের খবর, এই চিঠির বিষয়টি আবার গুজবও হতে পারে। তবে বিশ্বের ক্রমবর্ধমান জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে শীর্ষস্তরের রাজনৈতিক এই নেতা, ক্রিকেটারদের নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। কোনও অবস্থাতেই কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।

ভারত বাংলাদেশের বিপক্ষে তিনটে টি২০-র পরে দুটো টেস্টও খেলবে।

cricket Virat Kohli Terrorist